Monday, August 3

কানাইঘাট ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডিগ্রি কলেজ ক্যাম্পাসের আধিপত্য বিস্তার নিয়ে শনিবার কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের বিবধমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর কানাইঘাট বাজারে দফায় দফায় সংঘর্ষে ছাত্রলীগের ২৫ নেতাকর্মী আহত ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের বিবধমান গ্রুপগুলোর মধ্যে একের পর এক সংঘর্ষ উত্তেজনা, ভাংচুর,এবং উপজেলা সদরে ত্রাস সৃষ্টি,ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাঘাতের ঘটনায় দলের এবং সরকারের ভাবমূর্তি স্থানীয় ভাবে মারাত্মক ভাবে ক্ষুন্ন হওয়ায় সোমবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় কার্য্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিতিতে সভায় উপজেলা ছাত্রলীগের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত এবং কানাইঘাট ডিগ্রি কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার জন্য সভায় সিন্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী বুধবার পুণরায় আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম কানাইঘাট নিউজকে জানিয়েছেন। কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতি বন্ধের জন্য তারা কলেজের অধ্যক্ষকে চিঠি দিবেন বলেও জানান। এছাড়া সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়