Sunday, August 16

কানাইঘাট বানীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউপি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ও ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক শোকসভা ও মিলাদ দোয়া মাহফিল গত শনিবার বিকেল ৩টায় গাছবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বানীগ্রাম ইউপি আ’লীগের সভাপতি মাস্টার সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবু জহরের পরিচালনায় উক্ত শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিঙ্গাবাড়ী ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বানীগ্রাম ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাস্টার মরতুজ আলী, ফারুক আহমদ, ইজ্জত উল্লাহ, শাহাব উদ্দিন, ইসলাম উদ্দিন, মাহবুবুর রহমান, সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা ডালিম আজাদ, সাদেক, রাহিতুল, আশিক, সেলিম প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়