Tuesday, August 18

কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এম.এ. শাকুর সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান দানশীল ব্যক্তিত্ব সমাজসেবী ও শিক্ষানুরাগী এম.এ শাকুর সিদ্দিকীকে সমাজসেবা মূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় কানাইঘাট প্রেসকাবের উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা সরকারের পাশাপাশি এলাকার উন্নয়ন, ব্যবসা বাণিজ্য ও শিাামূলক কার্য্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন। প্রবাসীরা দেশের সম্পদ উল্লেখ করে তিনি আরো বলেন, কানাইঘাটের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এম.এ. শাকুর সিদ্দিকী তার নিজ অর্থায়নে কয়েক কোটি টাকা ব্যয় করে এলাকায় ব্রীজ ও পাকা রাস্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যে অবদান রেখে চলছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এম.এ শাকুর সিদ্দিকীর সমাজসেবা মূলক যে কোন কর্মকান্ডে উপজেলা প্রশাসন তাকে সহযোগিতা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, শাকুর সিদ্দিকীর মতো সমাজ হৈতশী ব্যক্তিরা দেশের সম্পদ। তাদের সম্মানিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তা না হলে সমাজসেবা মূলক কর্মকান্ডের কেউ এগিয়ে আসবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান,তিনি তার বক্তব্যে বলেন যারা সমাজের জন্য কাজ করেন,তারা কোন দলের সেটা বড় কথা নয়। সংবর্ধিত ব্যক্তিত্ব এডুকেশন ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান এম.এ শাকুর সিদ্দিকী তার বক্তব্যে বলেন, তিনি তার নিজ জন্মভূমি কানাইঘাট সহ বৃহত্তর জৈন্তিয়ার মানুষের আর্তসামাজিক উন্নয়নে কাজ করতে চান। কোন রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা নেই উল্লেখ করে বলেন, তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চান। এজন্য তাঁকে সাংবাদিক সমাজসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। প্রেসক্লাবের একটি নতুন মিলনায়তন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন, উপজেলা আ’লীগের যুগ্ন-আহ্বায়ক রফিক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা জাপার সভাপতি আলা উদ্দিন মামুন, মোহনা টিভির সিলেট ব্যুারো চিফ সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাস্টার জার উল্লাহ, সচিব ফজলুর রহমান, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাস্টার মহিউদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসাইন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র সদস্য শাহজাহান সেলিম বুলবুল, কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক আব্দুন নুর, মিসবাহুল ইসলাম চৌধুরী, কলামিস্ট মিলন কান্তি দাস, আমিনুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, শাহীন আহমদ, ফটোসাংবাদিক সুজন চন্দ অনুপ। উপস্থিত ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের ইসলামি স্টাডি বিভাগের প্রভাষক এবাদুর রহমান, শরীর চর্চা শিক্ষক ওলিউর রহমান, পৌর কাউন্সিলার তাজ উদ্দিন, পৌর কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, উপজেলা যুবদলের সভাপতি নুরুল ইসলাম, কানাইঘাট উপজেলা সচিব সমিতির সভাপতি মোঃ নজমুল ইসলাম চৌধুরী, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিব্বির আহমদ, বাউল শিল্পী দেওয়ান কালা মিয়া, যুবনেতা আলতাফুর রহমান বেলাল, কানাইঘাট বাজার ইজারাদার হাজী করামত আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ছাত্রনেতা আহমেদুল কবির মান্না, হাবিবুল্লাহ বাহার, তরুন উদীয়মান কবি আব্দুল্লাহ আল মাহমুদ সহ কানাইঘাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে কানাইঘাট প্রেসকাবের পক্ষ থেকে প্রেসকাবের আজীবন সদস্য এম.এ শাকুর সিদ্দিকীকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন কাবের নেতৃবৃন্দ। সারাদেশের মধ্যে বৃক্ষরোপণে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ স্বর্ণপদক লাভ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী এম.এ শাকুর সিদ্দিকী। এছাড়া অতিথিবৃন্দ কানাইঘাট প্রেসকাব চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এছাড়া তিনি কানাইঘাটের প্রাচীনতম কমিউনিটি কাবের পরিত্যক্ত ভবন পরিদর্শন এবং কানাইঘাট থানা জামে মসজিদের জন্য কারপেট প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়