Monday, July 6

কানাইঘাটের গাছবাড়ী বাজারে তিন গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ!আহত শতাধিক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে সোমবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রী বাহী একটি বাসের সাথে রিক্সার ধাক্কা নিয়ে স্থানীয় আগফৌদ নারাইনপুর ও দর্জিমাটি তিনচটি গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। এতে বাজারের ফুটপাতের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় এবং ব্যাপক ইটপাকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। রাত ১০টার দিকে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে গাছবাড়ী বাজার থেকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি বাস সিলেট থেকে গাছবাড়ী বাজার বাসস্ট্যান্ডে আসার সময় আগফৌদ নারাইনপুর গ্রামের একটি রিক্সাকে ধাক্কা দিলে বাসের চালকের সাথে রিক্সা চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিক্সা চালক বাস চালককে মেঘ লাইট দিয়া আঘাত করতে চাইলে বাসের যাত্রী দর্জিমাটি গ্রামের আহমদ হোসেন ও তিনচটি গ্রামের মুসলিম উদ্দিন রিক্সা চালককে বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাজারে উপস্থিত আগফৌদ নারাইনপুর গ্রামের লোকজন বাস চালকের পক্ষ হয়ে কথা বলায় বাস যাত্রী মুসলিম উদ্দিন ও আহমদ হোসেনকে মারধর করে মাথা ফাঁটিয়ে দেয়। উক্ত সংবাদ দর্জিমাটি ও তিনচটি গ্রামের লোকজনদের মধ্যে ছড়িয়ে পড়লে একদিকে আগফৌদ নারাইনপুর অন্যদিকে দর্জিমাটি ও তিনচটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হন। গুরুতর আহত অনেককে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে রাত ১০টার দিকে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়ে অবস্থান করছে বলে জানা গেছে। যে কোন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গাছবাড়ী বাজারে পুলিশ পাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়