Wednesday, July 15

সামিউল হত্যা: বিচার দ্রুত শেষ করার নির্দেশ চুমকির


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের বিচার দ্রুততার সঙ্গে শেষ করার জন্য সিলেটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার বেলা দেড়টার দিকে প্রতিমন্ত্রী সামিউলের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে যান। এসময় জেলা প্রশাসককে এ নির্দেশ দেন তিনি। তিনি সামিউল হত্যার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে নির্দেশ প্রদান করেন। প্রতিমন্ত্রী চুমকি বলেন, ‘এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড যাতে আর না ঘটে, সেজন্য খুনিদের বিরুদ্ধে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী সামিউলের বাবা-মার হাতে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তিনি সামিউলের বাবা-মাকে সমবেদনা জানিয়ে বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানো ভাষা আমার নেই।’ এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, প্রাক্তন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, প্রাক্তন মহিলা সাংসদ জেবুন্নেসা হক, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়