Wednesday, July 15

মালিতে জিহাদী সন্দেহে ২০ জন আটক


কানাইঘাট নিউজ ডেস্ক: গত কয়েকদিনে অন্ততপক্ষে দুই ফরাসি নাগরিকসহ ২০ জন সন্দেহভাজন ইসলামি জঙ্গিকে আটক করেছে মালির পুলিশ। মার্চে মালির রাজাধানী বামাকোতে এক রেস্তোরাঁয় চালানো হামলার ঘটনার প্রধান সংগঠকও গ্রেফতার হওয়াদের মধ্যে আছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো। রোববার মালির মধ্যাঞ্চলীয় শহর মেলো থেকে সাউতি কৌমা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই ব্যক্তিই বামাকোর লা তেরাসি রেস্তোরাঁয় চালানো হামলার প্রধান পরিকল্পনাকারী বলে সন্দেহ পুলিশের। ওই হামলায় এক ফরাসি নাগরিক, এক বেলজীয় নিরাপত্তা কর্মকর্তা ও মালির তিন নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছিলেন। কট্টর ইসলামপন্থি গোষ্ঠী আল-মৌরাবিতুন হামলার দায় স্বীকার করেছিল। গ্রেফতার বাকীদের দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জেগৌয়া থেকে আটক করা হয়। প্রতিবেশী আইভরি কোস্ট থেকে সীমান্ত পার হয়ে মালিতে প্রবেশ করার পর তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বামাকোতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন সূত্রগুলো। নিরাপত্তা সূত্রগুলোর মধ্যে একজন জানিয়েছেন, সোমবার গ্রেফতার হওয়াদের অধিকাংশই মৌরিতানিয়ার নাগরিক। অপর এক সূত্র বলেন, “২০ জনকেই জিহাদি বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে দুইজন ফরাসি। তারা সবাই ইসলামপন্থি, সবারই দাড়ি আছে।” গ্রেফতারদের মধ্যে আনসার দ্বিনির দুই সদস্যও আছেন। এদের গত সপ্তাহে মালির কেন্দ্রীয় অঞ্চল থেকে সেনাবাহিনী গ্রেফতার করে। এরা হামলার পরিকল্পান করেছিল বলেও প্রমাণ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে এরচেয়ে বেশি কিছু জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়