Tuesday, July 14

‘ভাই যেবাটে আমার ফাসি অয় না, অউবাটে সব কিছু খররেবা’ সৌদিতে কামরুলের আকুতি(ভিডিও সহ)


কানাইঘাট নিউজ ডেস্ক: এখন চোখে জল আর ফাঁসির ভয় রাজন হত্যার মূলহোতা কামরুলের। তাকে সৌদিতে আটকের পরপর জিজ্ঞাসাবাদে বলেছে, ‘ভাই যেবাটে আমার ফাসি অয় না, অউবাটে সব কিছু খররেবা’। এনটিভির সৌদি প্রতিনিধিকে সে এই আকুতি জানায়। এরপরই কান্নায় ভেঙে পড়ে কামরুল। বলে, ‘অনে আমি কিতা খরতাম’। (এখন আমি কী করব) তাকে জিজ্ঞাসাবাদের ওই ভিডিও সিলেটের সকালের হাতে এসে পৌছেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়িতে রাজন হত্যার মূলহোতা কামরুল ও এনটিভির সৌদি প্রতিনিধি বসা। তিনি তার কাছে ঘটনার বিবরণ জানতে চাচ্ছেন। একসময় তিনি বলেন, আপনি যা করেছেন, জানেন এতে আপনার ফাসি হবে। তখন ‘ভাই যেবাটে আমার ফাসি অয় না, অউবাটে সব কিছু খররেবা’। (যেভাবে করলে আমার ফাঁসি না হয়, ওইভাবেই সবকিছু করুন) এরপর সে কান্নায় ভেঙে পড়ে। এই সময় গাড়িতে থাকা অপর ব্যক্তি (সম্ভবত কর্মকর্তা) তিনি ক্ষোভে ফেটে পড়ে বলেন, তোকে কে মাফ করবে। তুই একটা বাচ্চা ছেলেকে খুন করেছিস। সৌদিতে হাত-পা বাধা কামরুল সৌদিতে হাত-পা বাধা কামরুল প্রসঙ্গত, শিশু সামিউল আলম রাজনকে ৮ জুলাই নির্মমভাবে পিটিয়ে ও পাশবিক কায়দায় নির্যাতনের পর হত্যা করে সৌদিতে পালিয়ে যায় কামরুল। বৃহষ্পতিবারের মধ্যে সৌদিতে পৌছে সে। ঘটনার দিনই রাজনের লাশসহ জনতার হাতে আটক হয় তার ভাই মুহিত। আজ ভোরে তাদের আরেক ভাই ইসমাইলকেও আটক করা হয়। সন্ধ্যায় সিলেটে আটক হয় মুহিতের স্ত্রী লিপি বেগম। কিন্তু সবার দাবি ছিল, কামরুলকে গ্রেফতারের। কারণ, রাজন হত্যার ভিডিওচিত্রে কামরুলকেই নির্যাতকের ভূমিকায় দেখা গেছে। সেই শিশু রাজনকে উদ্দেশ করে বলেছিল, ‘কোন সিস্টমে তরে মারতাম খ, আমরার হখল সিস্টম জানা আছে’। (তোকে কীভাবে মারব বল, আমাদের সব পদ্ধতি জানা আছে)। এমন লোমহর্ষক নির্যাতনকারী কামরুলকে আটকের দাবিতে সোচ্চার ছিলেন তার এলাকার লোকজন থেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সকলে। কিন্তু তার দেশত্যাগের খবরের সত্যতা পুলিশ প্রশাসন থেকে নিশ্চিত করা হয়নি। এমন অবস্থাতেই সোমবার সন্ধ্যায় জেদ্দায় তাকে আটকের খবর আসে। ভিডিও লিঙ্ক : https://www.facebook.com/mediatimes24/videos/vb.136423849840148/550299021785960/?type=2&theater

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়