Tuesday, July 14

যেভাবে আটক হলো রাজন হত্যাকারী কামরুল(ভিডিও সহ)


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মূল হোঁতা কামরুলকে সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় আটক করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা। সোমবার স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দার হাইআররোওবি এলাকার এক বাংলাদেশির কাছ থেকে খবর পেয়ে এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, হত্যাকারী কামরুলকে শনাক্ত করার জন্য ঘটনাস্থলে যান। একপর্যায়ে তিনি নিশ্চিত হন যে, গত কয়েকদিন গণমাধ্যমে যে ঘাতক কামরুলের ছবি প্রচারিত হয়েছে, এ ব্যক্তি সে-ই। তখনই বাংলাদেশ কনস্যুলেটের সাথে যোগাযোগ করেন মাসুদ সেলিম। কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করার জন্য প্রথম সচিব আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠান। কামরুল যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির সৌদি আরবিয়ান মালিকের সাথে কথা বলেন তাঁরা। পুরো ঘটনা শুনে তিনি সহযোগিতা করতে রাজি হন। পরে বাংলাদেশিদের সহযোগিতায় কামরুলকে অনুসরণ করে আটক করেন কনসুলেট কর্মকর্তারা। কামরুলের হাত বেঁধে নিয়ে আসা হয় বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে। সেখান থেকে কামরুলকে সোপর্দ করা হয় হাই আল জামা থানায়। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল (জেদ্দা) মোকাম্মেল হোসেন কামরুলের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, যেহেতু কামরুলের নামে সৌদি আরবে কোনো মামলা নেই, তাই সৌদি পুলিশ তাকে আটকে রাখবে না। তাকে বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এক ইমিগ্রেশন অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজন হত্যাকাণ্ডের পর গত শুক্রবার দুপুর আড়াইটায় বাংলাদেশ বিমানের বিজি ৪০৪ বিমানে সৌদি আরবে পালিয়ে যান হত্যাকাণ্ডের মূল হোঁতা কামরুল ইসলাম। উল্লেখ্য, গত ৮ জুলাই বুধবার সকালে সিলেট নগরীর কুমারগাঁওয়ের সামিউল আলম রাজনকে চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। এ সময় তারা এই পৈশাচিত ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন ও তা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। একপর্যায়ে রাজন মারা গেলে তার লাশ গুম করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় ঘাতক মুহিত আলম। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মহানগরের জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় আটক মুহিত আলম (৩২) ও তার ভাই সৌদি প্রবাসী কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে। নিহত শিশু রাজনের বাড়ি সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান মাইক্রোচালক। দুই ভাইয়ের মধ্যে সামিউল আলম রাজন বড়। তার হত্যাকাণ্ডের এই পৈশাচিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে রাজন হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠে শুরু হয় বিভিন্ন আন্দোলন। এরই পরিপ্রেক্ষিতেই সৌদি আরব থেকে গ্রেফতার হলেন হত্যাকাণ্ডের মূল হোঁতা কামরুল। ঘাতক কামরুলকে আটকের পর ধারণকৃত ভিডিও : http://on.fb.me/1Je2KNP

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়