Tuesday, June 16

ঢাবি উপাচার্যসহ ২৫ জনকে ফের হত্যার হুমকি


ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ এবার ২৫ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম:১৩’ নামে একটি জঙ্গি সংগঠন। মঙ্গলবার বেলা ১২টার দিকে হত্যার হুমকি দিয়ে তাদের কাছে ডাকযোগে চিঠি পাঠানো হয়। এর আগে ঢাবি উপাচার্যসহ ১০জন বিশিষ্ট ব্যক্তিতে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছিল একই জঙ্গি সংগঠন। জানতে চাইলে ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক জানান, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ডাকযোগে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে তাকেসহ ২৫ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’ ২৫ জনের নামের তালিকা এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর আমজাদ আলী। দুপুর ২টার দিকে জিডি করা হয়। জিডি নম্বর ৮৪০। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নতুন এ হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করেছে। আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি।’ যাদের বিরুদ্ধে হত্যার হুমকি দেয়া হয়েছে তারা হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিশিষ্ট লেখক ও শিক্ষক অধ্যাপক জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল এবং সঙ্গীতা ইমাম। তবে এ হুমকিতে মোটেই বিচলিত নন বলে জানিয়েছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এ ধরনের চিরকুট এর আগেও এসেছে। প্রসঙ্গত, এর আগেও ঢাবি উপাচার্যসহ ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম। এর কিছুদিন পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাতজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেয় সংগঠনটি। তবে এর আগে যে ১০ জনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেয়া হয়েছিল তারমধ্যে এক নম্বরে ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নাম। পাশে লেখা রয়েছে ‘এন্টি ইসলাম.এডভাইজার’। দুই নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকের নামের পাশে লেখা ‘আই. দুশমন.ভিসি’। এরপর পর্যায়ক্রমে রয়েছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই.এনিমি.ডিইউ), বিকাশ সাহা (আই.দুশমন), ইকবালুর রহিম (আই. দুশমন), পলান সুতার (এন্টিবাংলাদেশ.র.এডভাইজার) ও মুহম্মদ জাফর ইকবালের (সেক্যুলার) নাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়