Sunday, June 28

জিম্বাবুয়ে সফরে থাকছেন না ধোনি-কোহলি


কানাইঘাট নিউজ ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারত দ্বিতীয় সারির দল পাঠানোর পরিকল্পনা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। সীমিত ওভারের এই সিরিজে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হতে পারে। আগামীকাল নির্বাচকরা জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করবে, তার আগে ভারতীয় ক্রিকেট এখন এই খবরে মুখরিত হয়ে উঠেছে। সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে দলের হতাশাজনক পারফরমেন্সের পরে খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি আরো বেশি করে সামনে চলে এসেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে ১-২ ব্যবধানে পরাজিত হয় ধোনি বাহিনী। গত সাত মাস যাবত একটানা আন্তর্জাতিক ক্রিকেট খেলার ধকল সামলাতে খেলোয়াড়দের হিমশিম খেতে হচ্ছে। আর সেই চিন্তাকে মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্যনির্ভর দল গড়তে চায় নির্বাচকরা। তারই ধারাবাহিকতায় ধোনি ছাড়াও টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং দলের শীর্ষ স্পিনার রবিচন্দ্রর অশ্বীনকে বিশ্রামে রাখা হতে পারে। আর সেই ধরনের কোনো সিদ্ধান্ত হলে রোহিত শর্মা অথবা সুরেশ রাইনার মধ্যে যেকোনো একজনের উপর অধিনায়কের দায়িত্ব পড়তে পারে। এর মধ্যে আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাফল্যের সাথে নেতৃত্ব দেয়ার কারণে রোহিতই এগিয়ে আছে। অন্যদিকে ছোট ভার্সনে রাইনার অধিানয়কত্ব পাওয়ার সম্ভাবনা বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়ে আসছে। আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া সিরিজে ব্যাটসম্যান অজিঙ্কে রাহানে ফিরছেন। বিসিসিআই এর এক সূত্র জানিয়েছে, অশ্বিন এবং কোহলি উভয় ফরম্যাটের ক্রিকেট খেলে থাকেন। অস্ট্রেলিয়া সফরের পরে বিশ্বকাপ এবং এরপর আইপিএল এর কারণে ধোনিও বেশ কিছুদিন যাবত ক্রিকেটের মধ্যেই আছে। এই তিনজনের বিশ্রাম জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন টেস্ট সিরিজকে সামনে রেখে কোহলি এবং অশ্বীনের বিশ্রাম পাওয়াটা বেশি প্রয়োজন। অশ্বিনকে যদি শেষ পর্যন্ত বিশ্রাম দেয়া হয় তবে পারভেজ রাসুল এবং হারভাজন সিংয়ের মধ্যে যেকোনো একজনকে বেছে নেয়া হবে। এক্ষেত্রে নির্বাচকরা তরুণদের দিকে বেশি নজর দিলে রাসুলের সম্ভাবনাই বেশি। রবিন উথাপ্পাও দলে ফিরতে পারেন। স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু এবং মোহিত শর্মার দলভূক্তি প্রায় নিশ্চিত। তবে গত ছয় মাসে ইনজুরির কারণে খেলতে না পারা পেসার উমেশ যাদবের বিশ্রামে থাকা প্রায় নিশ্চিত। জিম্বাবুয়ে সফরে ভারত তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে। প্রাথমিকভাবে সফরটি নিয়ে আশঙ্কা দেখা দিলেও শনিবার সফরের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। সিরিজ সম্প্রচারকারী প্রতিষ্ঠান টেন স্পোর্টসের সাথে বিরোধের জের ধরে একপর্যায়ে সিরিজটি বাতিলের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজ আয়োজনের নিশ্চয়তা দেয়া হয়। ২০১০ সালে জিম্বাবুয়ে সফরে ১৫ সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রাইনা। ২০১৩ সালে দলের নেতৃত্ব ছিলেন বিরাট কোহলি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়