Sunday, June 28

গরিলার প্রেমে সুন্দরী মেয়েরা!


কানাইঘাট নিউজ ডেস্ক: যেকোনো পুরুষের ঈর্ষার কারণ হতে পারে জাপানের নাগোয়ার হিগাশিমায়া চিড়িয়াখানার গরিলা ‘শাবানি’৷‌ তাকে একবার চোখের দেখা দেখতে ঝাঁকে ঝাঁকে মেয়েরা রোজ লাইন লাগাচ্ছে চিড়িয়াখানায়৷‌ এত ছবি উঠছে শাবানির, যে জনপ্রিয় অভিনেতা বা মডেলদেরও এতো ছবি তোলা হয় কিনা সন্দেহ৷‌ ১৮ বছর বয়সী, ১৮০ কেজির এই সিলভারব্যাক গরিলার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে৷‌ তার সুঠাম, পুরুষালি চেহারা দেখে নাকি যখন-তখন প্রেমে পড়ছে সুন্দরী মেয়েরা৷‌ শাবানি নিজেও সম্ভবত খুব উপভোগ করে তার প্রতি দর্শকদের, বিশেষত মেয়েদের এই আগ্রহ৷‌ কাউকে ছবি তুলতে দেখলেও পেশাদার মডেলের মতোই নাকি নানান ভঙ্গিতে পোজ দিতে শুরু করে৷‌ মহিলা ভক্তরা যদিও কিঞ্চিত দুঃখিতই হন। কারণ শাবানি ঘোর সংসারী, বেশ কয়েকটি সন্তানের বাবা৷‌ সন্তানদের প্রতি তার ভালবাসা নাকি দেখার মতো, জানিয়েছেন চিড়িয়াখানার এক কর্মী৷‌ ২০০৭ সাল থেকে সপরিবারে হিগাশিমায়ার চিড়িয়াখানার বাসিন্দা শাবানি৷‌ গত বছর বসন্তোৎসবের সময় কিছু ছবি ওঠে শাবানির৷‌ তারপর থেকেই বিখ্যাত বনে যায় সে৷‌ জাপানের টিভি অনুষ্ঠানগুলোও শাবানির কাণ্ডকারখানায় পরিপূর্ণ৷‌

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়