Monday, June 1

বেইজিংয়ে-প্রকাশ্যে-ধূমপান-নিষিদ্ধ


কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এক আইনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর বিবিসির। খবরে বলা হয়, চীনে ৩০০ মিলিয়নেরও বেশি ধূমপায়ী রয়েছে। প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি লোক ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। প্রতি প্যাকেট সিগারেট মাত্র ৫ ইউয়ানে বিক্রি হচ্ছে। চীনে এর আগে ২০১১ সালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছিল। কিন্তু তা সত্ত্বেও এখনও অনেকে এ অভ্যাস ত্যাগ করতে পারেনি। অনেকের অভিযোগ সে আইন অস্পষ্ট ছিল। প্রকাশ্যে ধূমপান বন্ধে দেশটির বিভিন্ন রেস্টুরেন্ট, অফিস এবং গণপরিবহনে কয়েক হাজার পুলিশ পরিদর্শক কাজ করবে। নতুন এ আইনটি ২০১৪ সালের নভেম্বরে পাস হয়। তবে চলতি বছরের ১ জুন থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। কেউ আইন অমান্য করলে ২০০ ইউয়ান এবং কোন ব্যবসায়ী এ বিষয়ে অজ্ঞের মতো ভূমিকা পালন করলে ১০ হাজার ইউয়ানের বেশি জরিমানা গুনতে হবে। নতুন এ আইনে তামাকের বিজ্ঞাপনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বেইজিংয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে বিপুল জনসংখ্যার দেশটিতে এ আইন বজায় রাখা কঠিন বলে মন্তব্য করেছেন অনেকেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়