Sunday, May 31

এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নয় কানাইঘাটের অভিভাবক ও শিক্ষক মন্ডলী


নিজস্ব প্রতিবেদক: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এস.এস.সি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট জনক ফলাফল অর্জন করতে পারেনি কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। ফলাফলে সন্তুষ্ট নয় অভিভাবক ও শিক্ষক মন্ডলী। পুরো উপজেলায় স্কুল পর্যায়ে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩জন শিক্ষার্থী। উপজেলার মোট ২২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১৫৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১২৮২ জন শিক্ষার্থী। পাসের হার ৮২.৩৩%। উপজেলার ২২টি স্কুলের মধ্যে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১২৬ জনের মধ্যে ৪টি এ প্লাস সহ ১১৫, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় ১টি এ প্লাস ৭৫ জনের মধ্যে ৪৪, বীরদল এন.এম.একাডেমী ৭৩ জনের মধ্যে ৬০, বড়দেশ উচ্চ বিদ্যালয় ৬৩ জনের মধ্যে ৫৯, ছোটদেশ উচ্চ বিদ্যালয় ৬২ জনের মধ্যে ৬১, চরিপাড়া উচ্চ বিদ্যালয় ৯৮ জনের মধ্যে ৮২, গাছবাড়ী মর্ডাণ একাডেমী ১৬০ জনের মধ্যে ১৩২, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ৭৩ জনের মধ্যে ৭১, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে ১৩১ জনের মধ্যে ১১৩, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় ৪৩ জনের মধ্যে ৩৮, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় ৩৭ জনের মধ্যে ২৩, বড়চতুল উচ্চ বিদ্যালয় ২২ জনের মধ্যে ১৩, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় ৫৮ জনের মধ্যে ১টি এ প্লাস সহ ৫৫, কাড়াবালা বিদ্যানিকেতন ২০ জনের মধ্যে ১৩, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী ৪০ জনের মধ্যে ৩৫, সুরাইঘাট উচ্চ বিদ্যালয় ৫৪ জনের মধ্যে ৪৫, সুরমা উচ্চ বিদ্যালয় ৯৯ জনের মধ্যে ৮৩, সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ৪৬ জনের মধ্যে ৪২, কানাইঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ২৭ জনের মধ্যে ১৯, মালিক নাহার মেমোরিয়াল একাডেমী উপজেলার মধ্যে ৪৬ জনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ৬টি এ প্লাস সহ ৪৫, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় ৫৭ জনের মধ্যে ১টি এ প্লাস সহ ৫২ এবং ভোকেশনাল পর্যায়ে সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ২৫ জনের মধ্যে ২১, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২৯ জনের মধ্যে ২৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উপজেলা পর্যায়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ১২টি মাদ্রাসা থেকে মোট ৫১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৪৭৮জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১জন শিক্ষার্থী। পাসের হার ৯২.৪৫%।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়