কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রত্যেকটি মানুষ একটি সাধারণ সমস্যায় ভোগেন। মেয়ে আর ছেলে যেই হোক না কেন প্রত্যেকে দৈনিক চুল পড়া, চুল নষ্ট হওয়া এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। আবহাওয়া এবং ধুলোবালির কারণে বছরের প্রতিটা সময়েই চুল পড়ার সমস্যায় ভোগে মানুষ।
নিচে চুল পড়া বন্ধের ৪টি উপায় দেয়া হল। যা আপনাকে চুল পড়ার হাত থেকে রক্ষা করবে।
১. কেমিক্যাল ব্যবহার না করা
চুলে কোনো ধরণের রাসায়নিক পদার্থ ব্যবহার করা উচিত না। রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আপনার চুল পড়ে যেতে পারে। অনেকেই চুলে রং করে থাকেন। এটি চুলের জন্য ক্ষতিকর।
২. চুলে অলিভয়েল তেল ব্যবহার করা
চুল পড়া বন্ধে অলিভয়েল তেল অত্যন্ত উপকারী। অলিভয়েল তেল ব্যবহারে ফলে চুলের গোড়া শক্ত হয়। ফলে চুল পড়া কমে যায়।
৩. গরম পানি ব্যবহার না করা
চুল পরিষ্কারের সময় গরম পানি ব্যবহার করা যাবে না। গরম পানি চুলের গোরা নরম করে। এতে প্রচুর চুল পড়ে। তাই চুল পরিষ্কারের সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে।
৪. চুলে ডিম, লেবুরস ও অলিভয়েল তেল ব্যবহার করা
সপ্তাহে কমপক্ষে একদিন গোসলের আগে ডিম, লেবুর রস ও অলিভয়েল তেল একটি পাত্রে নিয়ে ভালভাবে মিশিয়ে তা চুলের গোড়ায় লাগান। এর পর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে আপনার চুল পড়া অনেক কমে যাবে।
Sunday, May 3
এ সম্পর্কিত আরও খবর
প্রাণঘাতী সব রোগের দাওয়াই রসুন! ক্ষতিও কিন্তু বিস্তর, যদি… প্রকৃতি আমাদের আশপাশেই একাধিক উপকারী উপাদান সাজিয়ে রেখেছে। এমনই এক অত্যন্ত উপকারী ভেষজ হলো রস
ওজন কমানোসহ গোপন দুর্বলতায় কালোজিরাই যথেষ্ট কালোজিরা শুধুই ছোট ছোট কালো দানা নয়, এটি বহন করে বিস্ময়কর ক্ষমতা। প্রাচীনকাল থেকেই এটি বিভিন্
ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগীয় প্রধানকে অব্যাহতিকানাইঘাট নিউজ ডেস্ক:শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যা
স্মৃতিশক্তি বাড়ায় থানকুনি পাতা, দূর করে ঘুমের সমস্যাকানাইঘাট নিউজ ডেস্ক:দ্রুত এগিয়ে চলা জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলেই মাথায় উঁকি দিতে পারে উৎক
পুরষ্কার পেলেন কানাইঘাট হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডা: রিয়াজ মাহমুদ তমালনিজস্ব প্রতিবেদক :সিলেট জেলার শ্রেষ্ঠ মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কম
রেসিপি: মুগ ডালের বরফি মুগ ডাল দিয়ে তো ঝাল অনেক পদই খেয়েছেন। এবার মিষ্টি একটি পদ খেয়ে দেখুন। যা একবার খেলে, বারবার খ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়