ইসলাম ডেস্ক:
হক কথা বলা ঈমানের দাবি। মানুষ হক কথা গোপন করে কয়েকটি কারণে। হয়তো দুনিয়ার কিছু প্রাপ্তির লোভে অথবা মানুষের নিন্দার ভয়ে বা ক্ষমতাদর্পীদের হাতে নির্যাতনের ভয়ে। ইসলামের ইতিহাসের শুরু থেকে এমন অনেক মর্দে মুমিন ছিলেন যারা সত্য কথা বলা থেকে বিরত থাকেননি। তারা জানতেন, আল্লাহতাআলার এ বাণী সম্পর্কে, ‘যা কিছু আল্লাহর কাছে আছে, তা উত্তম ও অধিক স্থায়ী’। (সূরা কাসাস, আয়াত : ৬০)
তারা লোক নিন্দার কোনো ভয় করতেন না। কারণ তাদের বৈশিষ্ট ছিল, তারা আল্লাহর বিষয়ে কোনো নিন্দুকের নিন্দার ভয় করতেন না।—সূরা মায়েদা, আয়াত : ৫৪
জালিমের জুলুমও তাদের সত্য থেকে বিরত রাখতে পারতো না। কারণ তারা শুধু আল্লাহকে ভয় করতেন। আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করতেন না।—সূরা আহযাব, আয়াত : ৩৯
মহান আল্লাহতাআলা বলেন, ‘আর তোমরা হককে বাতিলের সঙ্গে মিলাবে না এবং জেনে শুনে হককে গোপন করবে না’।—সূরা বাকারা, আয়াত : ৪২
হজরত আবু সাঈদ খুদরি (রা:) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সাবধান, কারও যদি সত্য জানা থাকে তাহলে মানুষের ভয়ে যেন সত্য প্রকাশ করা থেকে বিরত না থাকে।—জামে তিরমিযি, হাদিস: ২১৯১
হজরত আবু উমামা (রা:) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ।—সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৪০১২
আরও বহু হাদিসে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। যুগে যুগে হকপন্থীরা ছিলেন এবং এখনও আছেন এবং সামনেও থাকবেন ইনশাআল্লাহ।
Sunday, May 3
এ সম্পর্কিত আরও খবর
'ধর্ম যার যার, উৎসব সবার' : একটি শিরকী আক্বিদা আসাদ উদ্দিন::বিগত বেশ কয়েক বছর থেকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে
মাজারে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আওলিয়া কেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নী মাদরাসা এবং বিভ
অসমাপ্ত মেসেজ হারাবে না হোয়াটসঅ্যাপে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এসেছে ‘মেসেজ ড্রাফট’। এর ফলে ব্যবহারকারীরা আনসেন্ট মেসেজ সেভ
গুজব রটানো গুনাহ তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের অবাধ প্রবাহ জীবনকে সহজ করেছে। একইসঙ্গে মানুষ স্বার্থ হাসিলের জন্য
মৃতের কাছে সওয়াব পৌঁছানোর ২ সুন্নত পদ্ধতি গাজী মো. রুম্মান ওয়াহেদ:প্রতিটি মানুষকে নির্ধারিত সময়ে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। চিরঞ্জীব
জন্মদিন পালন: ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদরা কী বলেন? বর্তমান সময়ে বিশ্বজুড়ে জন্মদিন পালনের প্রবণতা বেড়েছে ব্যাপকহারে। জন্মদিন পালন করেন না, অথবা জ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়