Monday, May 18

সোনার গয়না কিনছেন?


কানাইঘাট নিউজ ডেস্ক: গয়নাগাটিতে স্বর্ণের ব্যবহার এতই জনপ্রিয় যে অনেক সময় গয়না বলতে আমরা স্বর্ণের গয়নাই বুঝি। রং ও স্থায়ীত্বের নিশ্চয়তা তো রয়েছেই, স্বর্ণের গয়নার ঐতিহ্যগত গুরুত্বও অনেক। সোনার গয়না ছাড়া বিয়েশাদির কথা যেমন ভাবাই যায় না, তেমনি উপহার হিসেবেও পছন্দের তালিকায় এটি সবার ওপরে। তাই এতো সাধের সোনার গয়না কেনার আগে সতর্ক হয়ে নেওয়াই নিরাপদ। অনেক টাকারও ব্যপার কিনা। ক্যারেট বুঝে দাম স্বর্ণ মাপা হয় ক্যারেট হিসাবে। ২৪ ক্যারেট স্বর্ণকে ধরা হয় শতভাগ খাঁটি। কিন্তু এই খাঁটি ধাতু এতই নরম যে এতে গয়না গড়া সম্ভব না। খাদ মিশিয়ে একে শক্ত করা হয়। সাধারণত ১০, ১৪, ১৮ বা ২২ ক্যারেটের স্বর্ণে গয়না তৈরি হয়। ক্যারেট যত বেশি দামও তত বেশি। সব গয়নার দাম একারণেই সমান নয়। তাই কেনার আগে যেনে নিন স্বর্ণের ক্যারেট কত। নামিদামি ব্র্যান্ড হলে গয়নার গায়ে খোদাই করে ক্যারেট লেখা থাকে। সেটা না থাকলে স্যাকরা বা বিক্রেতার কাছ থেকে জেনে নিন। ভারি হলেই ভালো নয় পছন্দ করে বেশ ভারি গয়না কিনে পরতে গিয়ে দেখলেন বেঁকে গেছে। এমনটি হলে বিড়ম্বনার শেষ নেই। তাই ক্যারেট অনুযায়ি স্বর্ণের ওজন কত হলে সেটার 'বন্ধন' অনেকদিন দৃঢ় থাকবে সেটা জেনে নিন। নিজে না বুঝলে বিক্রেতার কাছ থেকে জেনে নিতে পারেন। তাছাড়া গয়নার উপযোগটা ভেবে নিন। নিত্য ব্যবহার্য হলে হালকা পাতলা গয়নাই ভালো। আর কালেভদ্রে পার্টিতে পরার জন্য ভারি গয়না বেছে নিতে পারেন। তাই সিদ্ধান্তটা গয়না কেনার আগেই নিয়ে ফেলা জরুরি। কোথায় পাবো তারে পছন্দের গয়নার খোঁজে প্রয়োজন হলে গোটা বাজার চষে ফেলুন। তাতেও যদি না পোষায় তবে স্বর্ণকারের দারস্থ হোন। এক্ষেত্রে বিশ্বস্ত স্বর্ণকারের বিকল্প নেই। আর ভুঁইফোড় দোকানে না যাওয়াই ভালো। স্বর্ণের খাঁটিত্ব নিশ্চিত করতে প্রয়োজনে সঙ্গে নিন অভিজ্ঞ কাউকে। কষ্টিপাথরের জামানা শেষ কষ্টিপাথরের দিন শেষ বহু আগেই। এখন ঢাকার প্রসিদ্ধ জুয়েলারি শোরুমগুলোতে আছে স্পেকট্রোমিটার। যে মেশিনে যাচাই করা হয় সোনার মান। কষ্টিপাথরের মতো অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফেলে তাই সোনার গয়না কেনার আগে অবশ্যই এই মেশিনে সোনার মান যাচাই করে নেবেন। এতে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না বললেই চলে। আর হ্যাঁ, দোকান থেকে বেরুবার আগেই গ্যারান্টি বা বিক্রয়োত্তর সেবা সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। ক্রয়কৃত গয়না ফেরত দেওয়ার নিয়ম কানুনও জেনে নিন। টাকার রশিদটাও রেখে দিন গয়নার মতোই সযতনে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়