Monday, May 18

নেপালকে ৪৫ টন ত্রাণসামগ্রী দিয়েছে বাংলাদেশ


ঢাকা: ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত নেপালকে বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৪৫ টন ত্রাণসামগ্রী সহায়তা প্রদান করেছে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি, খাবার পানি, শুকনা খাবার, কম্বল, কাপড়, তাঁবু ও ত্রিপল রয়েছে। সরকার এ পর্যন্ত বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানের পাঁচটি ফ্লাইটের মাধ্যমে এসব সামগ্রী পাঠিয়েছে।সেই সঙ্গে সেখানে আটকে পড়া ৬০ জন বাংলাদেশি নাগরিককেও ওই সব ফ্লাইটে দেশে ফিরিয়ে এনেছে। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বন্ধুপ্রতীম দেশ নেপালের দুঃসময়ে এমনই সহযোগিতার আলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর দুই জনসহ ১৯ জনের একটি প্রতিনিধি দল ১ হাজারটি তাঁবু ও বিজিএমইএ প্রদত্ত ত্রাণ-সামগ্রী নিয়ে আজ ভোরে বিমান বাহিনীর সি-১৩০বি পরিবহন বিমানযোগে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে গমন করেছে। তাঁবু ও অন্যান্য ত্রাণসামগ্রী হস্তান্তর শেষে পরিবহন বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলেও জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৬ এপ্রিল ৮ মে পর্যন্ত ছয়টি চিকিৎসক দল নেপালে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে গত ৯ মে দেশে প্রত্যাবর্তন করেছে। পরবর্তীতে ১২ মে নেপালে দ্বিতীয় দফায় ভূমিকম্প সংগঠিত হয়। দ্বিতীয় দফা ভূমিকম্পেও নেপালে প্রভুত ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাঁবুর প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় বাংলাদেশ হাইকমিশন কাঠমুন্ডু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁবু প্রেরণের জন্য অনুরোধ করেছে। প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল থেকে এ পর্যন্ত কয়েক দফা নেপালে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। আর নেপালের এই দুঃসময়ে বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়