Sunday, May 31

কানাইঘাট লোভাছড়া চা- বাগানের সত্ত্বাধিকারী নানকার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: লোভাছড়া চা বাগানের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুশন নানকা ও তার পরিবারের সদস্য এবং এলাকার লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে লোভাছড়া চা-বাগান রক্ষা কমিটির ডাকে গতকাল শনিবার বিকেল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারস্থ ডাক বাংলা মাঠে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রনেতা শাহাব উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগ নেতা জমির উদ্দিন প্রধান, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ, গোয়াইনঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জৈন্তাপুর উপজেলার চারকাটা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ হক, কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, ডেপুটি কমান্ডার শাহাব উদ্দিন, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাচীনতম লোভাছড়া চা-বাগানটি জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের ভাষায় কতিত দানবীর ও ভূমি খেকো রাগীব আলী তার জবর দখল দারিত্বে ব্যর্থ হয়ে বাগানের সত্ত্বাধিকারী জেমস্ লিও ফারগুশন নানকা ও তার পরিবারের সদস্য এবং এলাকার প্রতিবাদী মানুষের বিরুদ্ধে রাগীব আলী তার বাহিনী দিয়ে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন সহ বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা দায়েরের মাধ্যমে হয়রানীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অবিলম্বে নানকা সহ নিরীহ মানুষের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর জৈন্তা থেকে রাগীব আলীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিবাদ সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারন করেন। সমাবেশে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী, সুবেদার আফতাব উদ্দিন, আব্দুর রশিদ মেম্বার, আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা শেখ সমছুল হক, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মাষ্টার মনোহর আলী, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, ইউপি সদস্য দুদু মিয়া, কয়সর আহমদ, নাজমুল ইসলাম হারুন, জাকির হোসেন, প্রকাশ চন্দ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে নানকার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়