Sunday, May 31

কানাইঘাট পৌর এলাকার রাস্তাঘাটের বেহাল দশা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌর এলাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এজন্য পৌর কর্তৃপক্ষের চরম ব্যর্থতা ও উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন ধরে কানাইঘাট পৌর সভার অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সড়ক সহ গ্রামীণ রাস্তাগুলোর টেকসই সংস্কার ও উন্নয়ন না করে বর্ষা মৌসুমের শুরুতে কিছু রাস্তার সংস্কারের কাজ শুরু করায় জনদুর্ভোগ কমাতে গিয়ে পৌর মেয়র লুৎফর রহমান নিজেই জনদুর্ভোগ সৃষ্টি করেছেন বলে সর্বস্তরের মানুষ জানিয়েছেন। বিশেষ করে কানাইঘাট উত্তর বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন হইতে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কটির এমনিতেই বেহাল দশা। সড়ক ও জনপদের এই সড়কটির দীর্ঘদিন ধরে কোন ধরণের সংস্কার ও উন্নয়ন মূলক কাজ না হওয়ার ফলে রাস্তার খানাখন্দক উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর রাস্তার দু’পাশে অপরিকল্পিত ভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বহুতলা ভবন, গড়ে উঠায় রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা জলে জনসাধারণের যাতায়াত এবং যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষ কয়েক লক্ষ টাকা ব্যয় করে রাস্তার একপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের লক্ষ্যে সপ্তাহ দিন পূর্বে এক্সলেভটর দিয়ে মাটি খোঁড়ে খননের কাজ করে। একদিকে রাস্তার মধ্যখানে খননের মাটি জমে উক্ত রাস্তা দিয়ে যাতায়াতকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, এর যেন শেষ নেই। গত কয়েকদিনের টানা ভারি বর্ষণের ফলে রাস্তা কাদা জল জমে একাকার হয়ে গেছে। পাশাপাশি অপরিকল্পিতভাবে এক্সলেভেটর মেশিন দিয়ে মাটি খননের ফলে প্রায় ২ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ীর করিডোর ভেঙে যাচ্ছে। এর ফলে বাসাবাড়ী, দোকান-পাট অনেকটা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। তার উপরে রয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি। এগুলি যেকোন সময় ধসে পড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। মাটি খননের পর থেকে পৌর কর্তৃপক্ষ জনদুর্ভোগ লাঘবে এগিয়ে না আসায় পৌর মেয়র লুৎফুর রহমানের চরম ব্যর্থতাকে দায়ী করেছেন স্থানীয় এলাকাবাসী। এছাড়া দীর্ঘদিন ধরে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর কোন টেকসই উন্নয়ন হয়নি। যার ফলে রাস্তার খানাখন্দক উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পৌর বাসীসহ উপজেলার জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এর মধ্যে কানাইঘাট পৌর কার্যালয় থেকে শ্রীপুর টুক, পৌর কার্যালয় থেকে নকলা ব্রীজ পর্যন্ত, উপজেলা পরিষদ সম্মুখ হইতে মহেষপুর খলা হয়ে কলেজ পর্যন্ত, পৌর কার্যালয় থেকে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় হয়ে সুরমা ডাইক, মহেষপুর থেকে দুর্লভপুর, খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বায়মপুর পর্যন্ত রাস্তাগুলোর বেহাল দশা। এছাড়া গ্রামীণ অভ্যন্তরীণ রাস্তাগুলোর টেকসই উন্নয়ন না হওয়ায় বছর যেতে না যেতেই পূর্বের চেহারায় ফিরে যাচ্ছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন কানাইঘাট পৌর শহরে এসে রাস্তা-ঘাটে করুল দশা দেখে ধিক্কার দেন। এতে করে কানাইঘাটের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে পৌর মেয়র লুৎফুর রহমানের কাছে ভোক্তভোগীরা গেলে তিনি তাদের সান্ত্বনা না দিয়ে অবাঞ্ছিত কথাবার্তা বলেন বলে অনেকে জানিয়েছেন। এ ব্যাপারে মেয়র লুৎফুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন চলছে। এতে করে কিছুটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে তা মাস দিনের মধ্যে কেটে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়