Monday, May 25

মধ্যবর্তী নির্বাচনের দাবি থেকে সরে আসলো বিএনপি?


ঢাকা: শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নির্বাচনের দাবি থেকে কি বিএনপি সরে আসলো? সম্প্রতি বিএনপির নমনীয়তায় এ বিষয়টি পরিষ্কার না হলেও রবিবার বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের আজকের(রবিবার) বক্তব্যে এমন আভাসই পাওয়া যাচ্ছে। এর ফলে প্রশ্ন উঠেছে-২০১৪ সালে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ভোটারবিহীন নির্বাচনকে কি তাহেল বৈধতা দিলো বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট? অথচ বিএনপি-জামায়াত পাঁচ জানুয়ারির নির্বাচন বানচাল করতে নজিরবিহীন জ্বালাও পোড়াও করে। এর পাশাপাশি মানুষ হত্যা ছাড়াও গত তিন মাসের টানা আন্দোলনে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করার অভিযোগে দলটি অভিযুক্ত।এ নিয়ে দলের নেতাকর্মীদের নামে এরই মধ্যে দুই সহস্রাধিক মামলাও হয়েছে। বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন রবিবার এক ব্রিফিংয়ে বলেছেন, ‘২০১৯ সালের নির্বাচনও সরকার একতরফাভাবে করতে চাইছে।তবে সেটি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না।’ তার এই ব্রিফিংয়ের পর আমাদের অফিসে অনেকেই ফোন করে জানতে চেয়েছেন তাহলে বিএনপি কি মধ্যবর্তী নির্বাচেনের দাবি থেকে সরে আসলো? রিপনের এমন বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘বিএনপি হয়তো তাদের অনঢ় অবস্থান থেকে সরে এসেছে। এজন্যই তারা এখন নরম শুরে কথা বলছে। মধ্যবর্তী নির্বাচনের দাবি আর তুলছে না। দৃশত গত তিন মাসের টানা আন্দোলন ব্যর্থ হওয়ার পরই বিএনপি নরম সুরে কথা বলতে শুরু করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিএনপি তাদের দাবিতে এখনও অটল আছে।’ ‘কিন্তু দলের মুখপাত্র তো বলছে আগামী ২০১৯ সালের নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছাড়বে না’- এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘তার এ বক্তব্যের বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমি মনে করি বিএনপি তাদের অবস্থান থেকে পিছপা হয়নি।’ গত তিন সিটি নির্বাচনে অংশগ্রহণের অজুহাতে বিএনপি তিন মাসের টানা আন্দোলন স্থগিত ঘোষণা করে। তখন দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, সিটি নির্বাচনের পর আবার নতুন আন্দোলন শুরু হবে। কিন্তু নতুন আন্দোলনের কোনো লক্ষণতো নেই, বরং এখন দল গোছানোর কথা বলে সময় পার করছে বিএনপি। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার শুরু থেকেই সতর্কভাবে সব কিছু পরিচালনা করছে। বিএনপির কোনো কৌশলই ধোপে টিকছে না। ফলে এখন অনেকটা ‘ধীর চলো’ নীতিতেই এগোচ্ছে দলটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়