Monday, May 25

আকাশে এসব কিসের আলামত?


কানাইঘাট নিউজ ডেস্ক: মুম্বই বিমানবন্দর থেকে রওনা দেওয়ার জন্য তৈরি ছিল বিমানটি। গন্তব্য ছিল আহমেদাবাদ। কিন্তু রানওয়ে ছাড়ার ঠিক আগে বিমানচালক হঠাতই আবিষ্কার করেন, রানওয়ের খুব কাছে আকাশে কমলা ও হলুদ রঙের প্যারাশুটের মতো কিছু উড়ছে। একটা নয়, পাঁচ-পাঁচটা।।এই দৃশ্য দেখে আর কোনও ঝুঁকি নিতে চাননি চালক। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে। একটুও দেরি না করে খবর দেওয়া হয় গোয়েন্দা দফতরকে। ওই বস্তুগুলি রিমোট কন্ট্রোল চালিত প্যারাশুট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাশকতার আশঙ্কায় এই ঘটনার পর থেকে নিরাপত্তার বেষ্টনী আরও জোরদার করা হয়েছে মুম্বই বিমানবন্দর চত্ত্বরে। বিষয়টি তদন্ত করে দেখছে মুম্বই পুলিশ ও গোয়েন্দা বিভাগ। তবে বস্তুগুলি আদতে কী এবং কোথায়ই বা সেগুলি অবতরণ করল সেবিষয়ে এখনও অন্ধকারে গোয়েন্দারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়