Monday, May 25

কামরুলকে “জনপ্রিয় টেবিল ব্যক্তিত্ব” বললেন নাসিম


ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে জনপ্রিয় টেবিল ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ২৯ মে নাগরিক কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা সফল করতে এ যৌথ সভা আয়োজন করে দলটি। সংবাদ সম্মেলনের শুরুতে বৈঠকে উপস্থিত নেতাদের নাম বলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এরপর যখন সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তখন পাশে বসা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রী কামরুল ভাইয়ের নাম বলা হয়নি। এসময় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, আমি আগেই বলেছি এখানে উপস্থিত কোনো নেতার নাম বাদ পড়ে গেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তখন স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে চিনে না বাংলাদেশে এমন সাংবাদিক নেই। তিনি পরিচিত ও জনপ্রিয় টেবিল ব্যক্তিত্ব। এ সময় হেসে ওঠেন কামরুল। প্রসঙ্গত, প্রায়ই বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য দিয়ে থাকেন ঢাকা মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়