Friday, April 24

শচীনকে ভুলে যাচ্ছে ভারত?


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতে তো বটেই ক্রিকেটবিশ্বেও তার মতো জনপ্রিয় মানুষ খুব কমই আছেন। এখন পর্যন্ত যে কয়জন নিষ্কলঙ্ক ক্রিকেটার পৃথিবীতে এসেছেন, তাদের মধ্যে শচীনের নামই প্রথম উচ্চারিত হয়। আজ তার ৪২তম জন্মদিন। ক্রিকেটীয় জীবনে এই মানুষটার নামে অপবাদ দিতে সাহস পেতেন তার ঘোর বিরোধীরাও। সেই শচীন সম্পর্কে আজকাল অনেক ভারতীয় বলেন, রিটায়ারমেন্টের পর কী রকম যেন পিছিয়ে পড়েছেন তিনি। কমেন্ট্রিতে সৌরভ, রাহুল অনেক অনেক এগিয়ে। শচীন সেখানে কী রকম সব কিছু থেকেই দূরে। মানুষ এখন চাইলেও তাকে আগের মতো চোখের দেখা দেখতে পান না। শচীনকে ভুলে যাচ্ছে ভারত? সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, বিশ্বকাপের আগে একটা চ্যানেলে শচীন নানান প্রোগ্রাম করেছিলেন। কিন্তু সেই প্রোগ্রামের টিআরপি কিন্তু হুহু করে বাড়েনি। আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি ভারতবাসী শচীনকে ভুলতে বসেছে? শচীন ভক্তরা এটা মানতে নারাজ হলেও স্বীকার করছেন, ক্যামেরার সামনে সৌরভের মতো শচীন স্বতঃস্ফূর্ত নন। আর শচীন সেটা নিজেও জানেন। সে জন্যই কোচিংয়ের মতোই শচীন টিভি অ্যাসাইনমেন্ট বেশি করতে চান না। শচীন আসলে এমনই। নিজের কাজ ছাড়া আলোতে আসতে চান না। তবে নিভৃতে বসে সবকিছুর খোঁজ খবর রাখেন ঠিকই। যেমন কিছু দিন আগে অনিল কুমলেকে ফোন করে বলেছেন, ‘ভালো কোনো লেগ স্পিনার চোখে পড়ল আমাকে জানাতে ভুলবে না।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়