ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে।
আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ ও সদস্যসচিব শওকত মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে তাঁদের প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমর্থন দিয়েছে। কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়