Friday, April 10

রাতেই কামারুজ্জামানের ফাঁসি?


ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আজ রাত ১২টা এক মিনিট অথবা ভোররাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কারা সূত্র। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, কামারুজ্জামানকে আর সময় দেওয়া হচ্ছে না। এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে র‌্যাব, পুলিশ ও আনসার নিয়ে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। লালবাগ এলাকার ডিসি মোহাম্মদ মফিজ উদ্দীন আহমেদ আজ রাত রাত ৮টা ১০ মিনিটে কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছেন। এর আগে ৭টা ২০ মিনিটে সিনিয়র জেল সুপার ফরমান আলী প্রবেশ করেন। ৭টা ২৭ মিনিটে কারাগারের ভেতরে নেওয়া হয়েছে বাঁশভর্তি ভ্যান ও সামিয়ানা। ফাঁসির মঞ্চ বাইরে থেকে যেন দেখা না যায় সেই ব্যবস্থা করতেই এই সামিয়ানা ভেতরে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফাঁসি কার্যকরের আগে পরিবারের সদস্যদের সঙ্গে কামারুজ্জামানকে আরেকবার সাক্ষাৎ দেওয়ার কথা রয়েছে। তবে রাতে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী জানিয়েছেন, এখনও তাদের সঙ্গে কারা কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করেনি। প্রসঙ্গত, এর আগেও আরও কয়েকবার কামারুজ্জামানের ফাঁসি হতে পারে বলে আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত নানা জটিলতায় তা কার্যকর হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়