Monday, April 27

কানাইঘাটের অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের গ্রেফতারের দাবীতে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিবেদক: গত ১৫ এপ্রিল কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে নিহত স্ট্যান্ডের অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে কানাইঘাট উপজেলার ১০টি পরিবহন শ্রমিক সংগঠনের অর্ন্তভুক্ত সর্বস্তরের পরিবহন শ্রমিকরা জেলা পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রেরন করেছেন। সোমবার বিকেল ৩টায় বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্ট থেকে মৌন মিছিল সহকারে কানাইঘাট থানার সামনে জড়ো হয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর মাধ্যমে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনার বরাবরে স্মারকলিপি দেন। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর অনুপস্তিতে স্মারকলিপিটি গ্রহণ করেন থানার ডিউটি অফিসার এ.এস.আই জগদিশ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার বরাবরে অনুরূপ স্মারকলিপি তুলে দেন পরিবহন শ্রমিকরা। স্মারকলিপি প্রেরনকালে উপজেলার ১০টি পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট যৌথ শ্রমিক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাজির উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শ্রমিকনেতা হাবিব উল্লাহ, শামীম আহমদ, ফয়সল আহমদ, ফারুক আহমদ, জাকারিয়া, আলমাছ, ইজ্জাদ মিয়া, হেকিম মিয়া, আফতার উদ্দিন, আব্দুন নুর. জয়নাল, দেলোয়ার, শহীদ আহমদ প্রমুখ। স্মারকলিপিতে পরিবহন শ্রমিকরা উল্লেখ করেছেন কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রন নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে গত ১৫ এপ্রিল সকাল অনুমান সাড়ে ৯টার দিকে পৌরসভাস্থ দুর্লভপুর গ্রামের আমির আলীর পুত্র জসীম উদ্দিন ও দলইমাটি গ্রামের মৃত আলাউর রহমানের পুত্র মাহবুবুর রহমানের নেতৃত্বে বহিরাগত ৪০/৪৫জন সন্ত্রসীরা ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্ট্যান্ড দখল করার উদ্দেশ্যে হামলা করে। এসময় হামলাকারীরা প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের উপস্থিতিতে অত্যন্ত নির্মমভাবে পৈশাচিত কায়দায় কুপিয়ে হত্যা করে স্ট্যান্ডের নিরাপরাধ অটোরিক্সা চালক ফয়সল আহমদকে। আহত করে আরো বেশ কয়েকজন অটোরিক্সা চালককে। এ ঘটনায় কানাইঘাট থানায় ১৬ এপ্রিল নিহতের ভাই পৌরসভার রায়গড় গ্রামের মাসুক আহমদ বাদী হয়ে হামলার নেতৃত্বদানকারী জসীম উদ্দিন ও মাহবুবুর রহমান সহ হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ১৯জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু অদ্যবধি পর্যন্ত থানা পুলিশ হত্যাকান্ডের জড়িত ঘাতকদের গ্রেফতার করতে গড়িমসি করায় উপজেলার শত শত পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভের দানা বেধে উঠেছে। বিুব্দ শ্রমিকদের শান্ত করতে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশ সুপারের প্রতি আহ্বান জানানো হয়। স্মারকলিপি প্রেরনের পূর্বে আগামী ৭২ ঘন্টার মধ্যে ফয়সল আহমদের খুনীদের গ্রেফতার করা না হলে এরপর থেকে কানাইঘাট উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেন পরিবহন শ্রমিকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়