ক্লোজআপ সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে গানের ভুবনে আসেন সালমা। এখনও তিনি গানে নিয়মিত। স্টেজ শোর পাশাপাশি শিগগিরই তার নতুন গানের অ্যালবাম প্রকাশ হবে। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন
রাজনীতির মানুষের সঙ্গে গানের মানুষের জীবন কেমন চলছে? খুব ভালো। আমার স্বামী শিবলি সাদিক খুব দায়িত্ববান মানুষ। রাজনীতির পাশাপাশি স্ত্রী-সন্তানের জন্যও পর্যাপ্ত সময় রাখেন। আমার কাজের খুব প্রশংসা করেন। আমি যেন গান নিয়েই ব্যস্ত থাকি। শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিই, সে কথাই আমায় সবসময় বলে থাকেন। বাসাতেই গানঘর নামের স্টুডিও করেছেন। এ সম্পর্কে বলুন। সব ধরনের গানের কম্পোজিশন এখানে করা হবে। এতে পর্যাপ্ত সময়ও দিচ্ছি। আগামীতে আমার একক অ্যালবামগুলোর গানের কম্পোজিশন এখান থেকেই করার ইচ্ছে আছে। স্বামী তো রাজনীতিবিদ, ভবিষ্যতে কি রাজনীতিতে আসবেন? আমি মূলত গানের মানুষ, সারা জীবন গান দিয়েই মানুষের কাছাকাছি থাকতে চাই। কিন্তু মানুষের মন তো পরিবর্তনশীল, তাই ভবিষ্যতের কথা এখনই বলতে পারব না। তবে মানুষের সেবা করার প্রবল ইচ্ছে আছে আমার। শ্রোতাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন বলে মনে করেন? আমার কাছে যে ধরনের গান তারা আশা করেন সে ধরনের গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হই। প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছি সেটা আমি বলতে পারব না। এটার বিচার শ্রোতারাই করবে। টিভি শো এবং স্টেজ শো দুটোতেই আপনার উপস্থিতি কম লক্ষ করা যায়। এর কারণ কী? ২০১০ সালে আমি বিয়ে করি। বিয়ের আগে প্রচুর স্টেজ শো এবং টিভি শোতে অংশ নিই। কিন্তু বিয়ের পর শ্রোতাদের সামনে তেমন একটা উপস্থিত হতে পারিনি। স্বামী সংসার আর নিজের একমাত্র সন্তানকে নিয়েই সময় কাটাতে চেষ্টা করেছি। পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে নিচ্ছি। জীবন এখন কয়েক ভাগে ভাগ হয়েছে। নতুন কোনো কাজের খবর আছে কি? হ্যাঁ। খুব শিগগির আমার দুটি অ্যালবাম প্রকাশ করা হবে। একেবারে ভিন্ন আমেজের গান নিয়ে হাজির হব এবার। এ আয়োজনে লালনের গানও থাকছে। মামুন আবদুল্লাহ
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়