কানাইঘাট নিউজ ডেস্ক:
আপনার পোষা কুকুরটি কি শান্তশিষ্ট ও মর্জিবান? তাহলে কুকুরের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য রহস্য উদঘাটনে বিজ্ঞানের হয়তো আপনাকে দরকার হবে।
যেসব কুকুর নিজেদের লেজের পেছনে ধাওয়া করে সেসব কুকুরকে পরীক্ষা করার পর সম্প্রতি ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নিজ লেজের পেছনে ধাওয়া করে না এমন কুকুরদের নিয়ে গবেষণায় মেতেছেন রহস্যটির সমাধানে।
‘ব্রিস্টল স্পিনিং ডগ প্রজেক্ট’ নামক ওই গবেষণা প্রকল্পের বিজ্ঞানীরা নিজের লেজের পেছনে ধাওয়া করে না এমন ৫০টি কুকুরের বাড়ি বাড়ি গিয়ে তাদের পেশাব, গালের পুটলির নমুনা সংগ্রহ করবেন। কুকুরগুলোর ব্যাক্তিত্ব ও শেখার দক্ষতা মূল্যায়নে তাদের নিয়ে তিনটি প্রশিক্ষণ কর্মশালাও সম্পন্ন করবেন।
“নিজের লেজের পেছনে ধাওয়া করা” এই বাগধারাটির মানে হল পণ্ডশ্রম এবং শক্তি অপচয়ী কাজ। কিন্তু কুকুররা কেন এমন কাজ করে এবং এর মাত্রা কতটা তীব্র হলে তাদের মালিকদের উদ্বিগ্ন হওয়া দরকার সেটা এখনো পুরোপুরি বোধগম্য হয়নি।
বিজ্ঞানীরা এর কারণ হিসেবে সম্ভাব্য কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে, খেলার ছল, মানুষের মনোযোগ আকর্ষণ, লোককে হাসানো অথবা খাবার পাওয়া এবং বাইরে হাঁটতে নিয়ে যাওয়া হবে টের পেয়ে এমনটা করে থাকে কুকুরগুলো।
তবে অনেক ক্ষেত্রে সাধারণ কুকুরীয় আচরণ করতে ব্যর্থতা থেকে সৃষ্ট উদ্বেগ ও হতাশা থেকেও এমনটি করে থাকতে পারে কুকুরগুলো।
খবর বিভাগঃ
ফিচার

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়