Friday, April 17

রিহান্নার জবাব


বিনোদন ডেস্ক: ক'দিন আগে মাদক নিয়ে কী যাচ্ছেতাই গুঞ্জনের মুখোমুখি হয়েছিলেন রিহান্না। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছিল এ পপ তারকার। বন্ধু-বান্ধবসহ একটি ভ্যানে চড়ে কোথাও অবকাশ যাপনে যাচ্ছেন রিহান্না। সেখানে রিহান্নার হাতে ধরা বস্তুটিকে পর্যায়ক্রমিক কয়েকটি ছবিতে দেখে সবাই ধরে নিয়েছিলেন কোকেন। আর সেই খবরটিকে নিয়ে পুরো তোলপাড় ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে সংবাদ মাধ্যমগুলোতে। কোয়াশেলা মিউজিক ফেস্টিভ্যালে এসেও রিহান্নার এমন মাদকপ্রিয়তার জন্য বিতর্ক যখন তুঙ্গে তখন একই সামাজিক যোগাযোগের সচিত্র মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে সরব রিহান্না নিজেই। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে কোয়াশেলা ফেস্টিভ্যালে তোলা কিছু ছবি ছড়িয়ে দেন। আর সেগুলোর সঙ্গেই জুড়ে দেন সাম্প্রতিক গুঞ্জন নিয়ে তার মন্তব্য। রিহান্নার ভাষায়, 'তাকে নিয়ে এমন ভিত্তিহীন গুজবের কোনো মানেই হয় না।' যৌক্তিক গুঞ্জন হলেও না হয় মেনে নেয়া যেত, বোঝা যাচ্ছে তিল থেকে তাল বানানোর এমন গুজবে বেশ বিরক্তই রিহান্না। কন্টাক্ট মিউজিক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়