Friday, April 3

কাল কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা


ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে আগামীকাল শনিবার কারাগারে দেখা করবেন তার আইনজীবীরা। কামারুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। আপিল বিভাগের রিভিউয়ের ব্যাপারে আইনজীবীরা তার সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঁচজন আইনজীবী তার সঙ্গে শনিবার সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মুনির। অন্য আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মশিউল আলম, ব্যারিস্টার এসহান এ সিদ্দিকি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট শাহিনুর রহমান। এদিকে, মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর ৫ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা চেয়ে ৫ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন কামারুজ্জামান। ওইদিনই শুনানির জন্য দিন ধার্য করতে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে ৮ মার্চ চেম্বার বিচারপতি পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার আদেশ দেন। পরে শুনানি শুরু করতে চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন কামারুজ্জামানের আইনজীবীরা। পুনর্বিবেচনা ও মুলতবির দুটি আবেদনই আদেশের জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় এলে শুনানির জন্য ১ এপ্রিল তারিখ ধার্য করেছিলেন আদালত। ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসিতে ঝুঁলিয়ে) দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগও কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় প্রদান করেন। বিচারপতিরা সই করার পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১৮ ফেব্রুয়ারি। পরদিন মৃত্যু পরোয়ানা এতে তা সই করে কারাগারে পাঠান ট্রাইব্যুনালের তিন বিচারপতি। ওই দিনই মৃত্যুপরোয়ানা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। রিভিউ আবেদন করায় সেই পরোয়ানার কার্যকারিতা স্থগিত রয়েছে। পুর্নবিবেচনার আবেদনে ফাঁসির আদেশ বাতিল ও খালাশ চাওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়