কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা: মাত্র তিন মাসের জন্য আইসিসির সভাপতি হওয়ার প্রশ্নে উভয় সঙ্কটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চেয়ারম্যান এন শ্রীবিনাসেনের সঙ্গে বিরোধের জের ধরে রবিবার দেশে ফিরে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আ হ ম মুস্তফা কামাল। এরপরই আইসিসির আলঙ্কারিক পদটা শূণ্য হয়ে যায়। গত বছর জুনে এক বছরের জন্য আইসিসির সভাপতি হন মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বাংলাদেশ থেকে আরেকজন সভাপতির নাম চেয়ে বিসিবির কাছে চিঠি দেয় আইসিসি। কিন্তু এর উত্তর দেওয়াই বিসিবির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কি করবেন, আপাতত সিদ্ধান্ত নিতে পারছেন না বোর্ড সভাপতি নামজুল হাসান পাপন। না বলে দিলে আইসিসি তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রচন্ড আশঙ্কা। আবার হ্যাঁ, বললে সেটা আরও বড় বিপর্যয়। জয় হবে অন্যায়ের, ক্রিকেটের মন্দ মানুষ শ্রীনিবাসনের। হেরে যাবেন মুস্তফা কামাল। আবেগ উপেক্ষা করা হবে ১৬ কোটি মানুষের।
নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইসিসির ঐ পদে যাওয়ার আপাতত ইচ্ছে নাই তার। অন্য কারো নাম পাঠানোর ব্যাপটারে তিনি সিদ্ধান্ত নিতে পারেননি। ৬ এপ্রিল বসছে বিসিবির বোর্ডের সভা। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। আজ এমনটাই জানালেন। পাপন বলেন,‘ সময় আছে। অলোচনা করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চাই। এখানে অনেক ইস্যু আছে। হুট করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আমি নিজে ঐ পদ চাই না। অন্য কারো নাম পাঠানো হবে কিনা এ নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করব। দেখা করে মতামত নিব প্রধানমন্ত্রীর।’
জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের। কিন্তু উদ্ভূত পরিস্থিতে ঐ সিরিজের বিপরীত প্রশ্নবোধক চিহ্ন জুড়ে বসেছে। নতুন আরেকজন সভাপতির নাম না পাঠালে সিরিজটা আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলেই আশঙ্কা সংশ্লিষ্টদের। কারণ আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের এখনও যথেষ্ট প্রভাব ভারতীয় ক্রিকেট বোর্ডে। তিনি নিশ্চয়ই সফরটা বাতিল করে প্রতিশোধ নিতে চাইবেন।
এদিকে মাত্র তিন মাসের জন্য কিছুতেই সভাপতির পদ না নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেট বোর্ড পরিচালক খন্দকার জামিল উদ্দিন। তিনি বলেন,‘ মুস্তফা কামালের পদত্যাগ করা ছাড়া কোনো পথ ছিল না। তিনি সঠিক কাজ করেছেন। পুরো বাংলাদেশকে গর্বিত করেছেন অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করে। এখন তিন মাসের জন্য সভাপতির পদে গেলে জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাব।’
একই মত দিয়েছেন সাবেক বিসিবি জেনারেল সেক্রেটারি রইস উদ্দিন আহমেদ। তিনি বলেন,‘তিন মাসের জন্য আলঙ্কারিক ঐ পদে গিয়ে কি পাবে বাংলাদেশ? বিসিবিকে এটা কূটনৈতিকভাবে হ্যান্ডল করতে হবে। ক্রিকেট কূটনীতি জোরদার করতে হবে।’
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়