নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক আন্দোলনের পরিচিত মুখ বিশিষ্ট শিক্ষানুরাগী আনিছুল আলম আর নেই। প্যারালাইসেস রোগে আক্রান্ত হয়ে আনিছুল আলম দীর্ঘ ৬ বৎসর ধরে অসুস্থ থাকা অবস্থায় বৃহস্পতিবার বেলা ১টায় তার নিজবাড়ী কানাইঘাট সদর ইউপির সুতারগ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনিছুল আলমের জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ৭টায় সুতারগ্রাম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সমাজ সহ সর্বস্তরের মানুষ শরীক হন। জানাজা শেষে লাশ পারিবারিক গুরুস্তানে সমাহিত করা হয়। আনিছুল আলম ছাত্র জীবনে থাকা অবস্থায় সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক সংগঠনের প্রথম সারিতে থেকে কানাইঘাটের বিভিন্ন দাবী দাওয়া আন্দোলনে সক্রীয় ভূমিকা পালন করেন। এছাড়া তিনি কানাইঘাট উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কর্মজীবনে আনিছুল আলম কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় ও মনসুরিয়া কামিল মাদ্রাসায় বেশ কিছুদিন শিকতা এবং কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাকালীন কলেজের অফিস সহকারীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি আনিছুল আলম সিলেট থেকে প্রকাশিত তৎকালীন প্রচারিত সাপ্তাহিক সমাচার এবং স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখালেখির সাথে সম্পৃক্ত ছিলেন। অসুস্থ থাকাকালীন পূর্বে তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন তার সাথে সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। এদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিছুল আলমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট প্রেসকাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আনিছুল আলম কানাইঘাটের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের এক ধ্রুব তারা ছিলেন। তার মৃত্যুতে কানাইঘাটবাসী একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারিয়েছে যা সহজে পূরণ হওয়ার মতো নয়। শোকদাতারা হলেন, কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মহিউদ্দিন,সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেইন,কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সহ সভাপতি বাবুল আহমদ, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মিছবাহুল ইসলাম চৌধুরী, সদস্য মঈনুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, মাহবুবুর রশিদ, আব্দুন নুর, কাওছার আহমদ, সাংবাদিক আমিনুল ইসলাম, ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়