আগামী ১৬ এপ্রিল সকাল ১১টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে মুশাহিদিয়া ক্বিরাআত প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি এবং প্রত্যেক ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্বারীদের সমন্বয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৪৩৫ হিজরী সনের বোর্ডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে। এদিকে মুশাহিদিয়া বোর্ডের বার্ষিক সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বোর্ডের কার্যনির্বাহী কমিটি এবং প্রতি কেন্দ্রের পরিচালকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বোর্ডের সভাপতি মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী, সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওঃ শামছুদ্দীন দুর্লভপুরী ও দফতর সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী আহ্বান জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়