Monday, April 13

মন্ত্রিসভা সদস্যদের মিষ্টিমুখ করালেন মানকিন


ঢাকা: নববর্ষ উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ সদস্যদের মিষ্টি খাইয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মিষ্টি এনে মন্ত্রিপরিষদ সদস্যদের খাওয়ান। সোমবার সচিবালয়ে সকাল ১০টায় মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। মন্ত্রিপরিষদ বৈঠকে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক মন্ত্রী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বৈঠক চলাকালে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীসহ সকল সদস্যদের মিষ্টি খাওয়ানোর প্রস্তাব দেন প্রমোদ মানকিন। প্রধানমন্ত্রী তার প্রস্তাবে সম্মতি দেন। এরপর মিষ্টি বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে গারো ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়