ঢাকা: শিক্ষামন্ত্রীর পর এবার আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে হত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি।
আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাউছার আহমেদ সজীব নামে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন বলে সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই ঘটনায় বাহরাইন প্রবাসী সজীবের বিরুদ্ধে কসবা থানায় আইসিটি আইনে মামলা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন জানান, স্থানীয় ছাত্রলীগ কর্মী মনির খান কামাল বাদী হয়ে মামলাটি করেন।
সজীবের বাবা স্থানীয় বিএনপি নেতা হেবজু মিয়া অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সজীব কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়