Tuesday, April 21

আপাতত আমার আর কোন চাওয়া নেই: মিমো


বিনোদন ডেস্ক: ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লামিয়া মিমো এখন ছোট পর্দায় দারুণ ব্যস্ত। নাটক, টেলিফিল্ম, ঈদের বিশেষ নাটক এগুলোর শুটিং নিয়েই দিনরাত সমান তালে কাজ করে চলেছেন। পাশাপাশি কাজ করছেন সিনেমায়ও। যদিও সিনেমায় অভিনয় করার স্বপ্ন নিয়েই সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন এবং সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে নিজের পছন্দ মতো সিনেমার কাজ না পাওয়ার পাশাপাশি ছোট পর্দায় পছন্দ মতো কাজ পাওয়ায় বেশি করে ঝুঁকে পড়েন টিভি মিডিয়ায়। বর্তমানে জনপ্রিয় এ মাধ্যমেই তার ব্যস্ততা বেশি। এ মুহূর্তে মিমো কাজ করছেন, একক নাটক, বাদল আহমেদ সাগর পরিচালিত ‘উড়ো মেঘ’, ‘এখনো বসন্ত’ (দুটিতেই নায়ক সাব্বির আহমেদ), প্রিন্স মাহমুদ পরিচালিত ‘কবিতা ও জীবন’, বিপরীতে নায়ক অপূর্ব, আজাদ পরিচালিত ভালবাসি হারিয়ে যেতে’, বিপরীতে নায়ক আজাদ আবুল কালাম, মোশাররফ হোসেন লিমনের ‘কাজীর বিয়ে’, বিপরীতে মীর সাব্বির এবং ঈদের টেলিফিল্ম সুমন আনোয়ার পরিচালিত ‘কালাগুল’ এবং ‘ভালোবাসার শুরু এখানেই’। এছাড়াও দুটি টেলিফিল্ম ও একটি ঈদের নাটকের শুটিং করতে ৩ মে কক্সবাজার যাবেন মিমো। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করছেন মিমো। মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘শতরূপে শতবার’ এবং ইয়াসিন আরাফাত পরিচালিত ‘মুখোশ মানুষ’ ছবিতে। মিমো বলেন, আমি ভাল মানের অভিনেত্রী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছি। ছোট পর্দা কিংবা বড় পর্দা আমার কাছে কোন বিষয় নয়। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে অভিনয়। ক্যামেরার সামনে কি করতে পারলাম, দর্শক আমাকে কতটা পছন্দ করছে এটাই গুরুত্ব দিচ্ছি। কারণ, এখন অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান ভালবাসা, ঘর-সংসার সব। আমি ভাল মানের অভিনেত্রী হতে চাই। এর জন্য সর্বোচ্চ পরিশ্রম করতেও আমার কোন সমস্যা নেই। উঁচুমানের অভিনেত্রী হওয়ার জন্য মেধা, শ্রম, সবকিছুই উজাড় করে দিতে প্রস্তুত। আমার চাওয়া একটাই, সবাই বলবেন, মিমো খুব ভাল অভিনয় করেন, খুবই ভাল অভিনেত্রী সে। এর বাইরে আপাতত আমার আর কোন চাওয়া নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়