Friday, April 3

বুড়িগঙ্গায় ট্রলারডুবি: আরো ১ লাশ উদ্ধার


নারায়ণগঞ্জ: বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে জমিলা খাতুন (৬৫) নামে আরো এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো নয়।নিখোঁজ রয়েছে আরো চারজন। শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলার বেলতলী লেংটার মেলা থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর পৌঁনে একটার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করলে জমিলা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। আরো চারজন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়