কানাইঘাট নিউজ ডেস্ক:
শীত শেষ হয়ে বসন্ত শুরু হয়েছে। আর কিছুদিন পর পুরোদমে গরম শুরু হবে। প্রচ- খরতাপে রাস্তাঘাটে চলাচল করা কঠিন হয়ে যাবে। সেই সঙ্গে বাসায় থাকাটা মোটেও সহজ হবে না। বিদ্যুৎ চলে গেলে অসহনীয় গরমে চিৎকার করতে হবে। অনেক রাত না ঘুমিয়েই কাটিয়ে দিতে হবে। সঙ্গে মশার কামড় তো রয়েছেই।
গরম শুরু হওয়ার আগে এখন থেকেই পরিকল্পনা নেওয়া দরকার আপনি কীভাবে ভালো থাকবেন। তাহলে আসুন জেনে নিই এই গরমে বাড়ি ঠা-া রাখতে ও সৌন্দর্য বৃদ্ধি করতে কী করতে হবে।
প্রথমত, বাড়িতে যাতে সবসময় বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। আপনার ঘরের মেঝে সবসময় ঠা-া রাখবেন। বাড়ির আশপাশে বিভিন্ন ধরনের গাছ লাগাতে হবে। এ জন্য আপনি বারান্দায় বা জানালার পাশে বিভিন্ন ধরনের ছোট গাছ রাখতে পারেন। এগুলো প্রতিদিন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন।
আপনার ঘরে বা বাড়ির আশপাশে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। এগুলো বাড়ি আরও বেশি উষ্ণ করতে পারে। এমনকি ঘরের মধ্যেও কাপড়-চোপড় এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না। ঘরের মেঝে প্রতিদিন অন্তত পানি দিয়ে দুইবার করে মুছবেন। এছাড়া ঘরের ফার্নিচার ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকুন। তুলাজাতীয় চেয়ার ব্যবহার না করে কাঠ বা প্লাস্টিকের চেয়ার ব্যবহার করুন। মোট কথা, আপনি যদি বাড়িটি পরিবেশবান্ধব করে তুলতে পারেন সেটি সবচেয়ে ভালো হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়