Monday, April 27

ঝড়ে নিহত ৪৪, আহত ২০০


কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পখতুনওয়ালা প্রদেশের কিছু অংশে এবং পেশোয়ারে প্রবল ঝড়ে ৪৪ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। প্রাদেশিক আবহাওয়া বিভাগের পরিচালক মুশতাক আলী শাহ ঝড়টি ‘ছোটখাট একটি ঘূর্ণিঝড়’ বলে জানিয়েছেন বার্তা সংস্থা- এএফপি-কে। গতকাল রোববার এই ঝড়ে বিপুলসংখ্যক হতাহতের পর ঝড়টি গতি হারালেও বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তী ২৪ ঘণ্টায় আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানী দৈনিক ডন জানিয়েছে, ঝড়টিকে পাকিস্তানের ইতিহাসে তৃতীয় প্রলয়ংকারী ঝড় হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। খাইবার পখতুনওয়ালার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য সেনাবাহিনীর দু’টো ব্যাটালিয়ন কাজ করছে। প্রবল ঝড়ে প্রচুর গাছ শিকড় উপড়ে পড়েছে, বিজ্ঞাপনের বিলবোর্ডগুলো উড়ে গেছে, ঘর-বাড়ির দেয়াল ধসে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে অনেকগুলো জেলা। মুষলধারে বৃষ্টির ফলে অনেক এলাকায় তিন ফুট পর্যন্ত পানি জমে গেছে। পাকিস্তানে এ ধরনের বৃষ্টিপাতের মৌসুম সাধারণত বছরের জুন ও জুলাই- এই দুই মাস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়