Wednesday, April 15

দুটি স্মার্টফোন বিক্রি করবে গ্রামীণফোন


তথ্য প্রযুক্তি ডেস্ক: গ্রামীণফোনের সহায়তায় গ্যালাক্সি সিরিজের নতুন দুটি মডেলের স্মার্টফোন বিক্রি করবে স্যামসাং। উভয় কোম্পানি দেশের বাজারে নতুন এ দুই স্মার্টফোন বাজারজাত করতে চুক্তি করেছে। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ চুক্তি অনুযায়ী, গ্রামীণফোন নিজস্ব আউটলেট ও কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে গ্যালাক্সি এস৬ ও এস৬ এজ সংস্করণের স্মার্ট মোবাইল সেট বিক্রি করবে। সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বঙ্কে ও স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক সি এস মুনসহ উভয় কোম্পানির কর্মকর্তারা নতুন মডেল দুটি উন্মোচন করেন। গ্রামীণফোন ও স্যামসাং কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে গ্রামীণফোনের নিজস্ব আউটলেট এবং কাস্টমার কেয়ার সেন্টার প্রি-বুকিং গ্রাহকদের জন্য গ্যালাক্সি সিরিজের এস৬ ও এস৬ এজ মডেলের সেট দুটি বিক্রি শুরু করবে। আর ১৭ এপ্রিল থেকে সবার জন্য ফোন দুটি বিক্রি শুরু করা হবে। গ্যালাক্সি এস৬ এর দাম পড়বে ৬৯ হাজার ৯০০ টাকা ও এস৬ এজের দাম পড়বে ৭৯ হাজার ৯০০ টাকা। অ্যালান বঙ্কে জানান, গ্রামীণফোন ২৪ মাসের বর্ধিত ইএমআই সুবিধা চালু করেছে যেন জিপি গ্রাহকরা ফোন দুটি সাশ্রয়ীভাবে কিনতে পারেন। উভয় কোম্পানির কর্মকর্তারা আরও জানান, মোবাইলফোন গ্রাহকদের চাহিদার দিকে লক্ষ্য রেখেই স্যামসাং নতুন দুই মডেলের মোবাইল সেট বাজারে এনেছে। এতে গ্যালাক্সি সিরিজের আগের মডেলগুলোর তুলনায় আরও প্রাণবন্ত এবং দ্রুত ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা রয়েছে। এর চার্জও দ্রুত হয়। স্যামসাং কর্মকর্তারা জানান, এ দুটি মডেলের সেটে মাত্র ১০ মিনিট চার্জ দিয়েই ৪ ঘণ্টা ব্যবহার করা যাবে। এ ছাড়া মোবাইল সেটগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয়, স্লিম ও হালকা। দেশের বাজারে কয়েকটি রঙে এ দুটি মডেল পাওয়া যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়