Thursday, April 16

শাহপরান ধনুকান্দি গ্রামের মসজিদের ইমাম মাওঃ সাব্বির আহমদ আমাকে নিয়ে একটি মহল মিথ্যা অপ্রচারে লিপ্ত রয়েছে


সিলেট শাহপরান এলাকায় ধনুকান্দি মসজিদের ইমাম ও খতিব মাওঃ ছাব্বির আহমদ ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেছেন। তার বিরুদ্ধে একটি মহল সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন। এক অভিযোগ লিপিতে ধনুকান্দি মসজিদের ইমাম হাফিস মাওঃ ছাব্বির আহমদ জানান, তিনি বিগত ৬ মাস ধরে ধনুকান্দি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া সিলেটের বিভিন্ন এলাকায় একজন সু-বক্তা হিসাবে বিভিন্ন ওয়াজ মাহফিলে তাফসীর পেশ করে থাকেন। গত রবিবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে ধনুকান্দি গ্রামের এক প্রবাসী পরিবারের আমন্ত্রনে এক অসুস্থজনিত এক মহিলার তবীব দোয়ার পর সেখান থেকে বেরিয়ে আসার সময় একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি ক্ষুন্ন ও সামাজিক ভাবে হ্যায়প্রতিপন্ন করার জন্য সম্পুর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে ঐ বাসার নিচে জড়ো হয়ে তার বিরুদ্ধে কুরুচি পূর্ণ অভিযোগ এনে স্থানীয় লোকজনদের উত্তেজিত করে। একপর্যায়ে তিনি বিষয়টি মসজিদের মুতল্লীর কমিটির নেতৃবৃন্দ ও গ্রামের গণ্য মান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এই বিষয়টি নিয়ে কুচক্রী মহল আমাকে নানা ভাবে হয়রানী করার জন্য ইন্টারনেট ও ফেইসবুক এবং পত্র-পত্রিকায় মিথ্যা কুৎস্যা রটনা করে। এ ধরনের অপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। অপরদিকে ধনুকান্দি মসজিদের ইমাম ও খতিব মাওঃ সাব্বির আহমদের বিরুদ্ধে কুৎস্যা রটনার নিন্দা জানিয়েছেন মসজিদ মুতল্লি কমিটির সভাপতি জয়নুল আবেদীন, সেক্রেটারী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, ধনুকান্দি গ্রামের মুরব্বি সাদেকুর রহমান, তেরা মিয়া, আব্দুল আহাদ, নুর উদ্দিন, সুরুজ আলী, কানাইঘাট সচেতন উলামা সমাজের পক্ষে মাওঃ হাবিবুল্লাহ মিসবাহ, মাওঃ আব্দুস সালাম, মাওঃ জয়নুল ইসলাম, মাওঃ শোয়াইব আহমদ, মাওঃ আব্দুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়