Wednesday, April 15

গ্রেপ্তার আতঙ্কে আব্বাস


ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস গ্রেপ্তার আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। বুধবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকের তিনি এ কথা জানান। আব্বাস বলেন, আমাকে গ্রেপ্তার করা হলে মনে করবো আমার নির্বাচনী ফলাফল কেড়ে নেয়ার জন্য সরকার আমাকে গ্রেপ্তার করেছে।” তিনি বলেন, “দেশ ও নগরবাসীর কাছে আমি দোয়া চাই। আর আমাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এর প্রতিবাদ হবে ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করা।” এর আগে বুধবার দুপুরে মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পল্টন ও মতিঝিল থানায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার দুই মামলার জামিন শুনানিতে এ রায় দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়