Wednesday, April 15

বাংলাদেশ-থাইল্যান্ড সাংস্কৃতিক চুক্তি নবায়ন হচ্ছে


ঢাকা: নতুন মেয়াদে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক চুক্তি হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী ভিরা রোজপোজানারাতের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ বৈঠকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, থাইল্যান্ড বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দু’দেশ দীর্ঘদিন দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ১৯৭৯ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিকল্পে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে এ চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট মেয়াদে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু হয়। এখন নতুন মেয়াদে আরেকটি সাংস্কৃতিক চুক্তি সম্পাদনের ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে বলে মন্ত্রী জানান। সংস্কৃতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও থাইল্যান্ডের সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রায় অভিন্ন। তারা আমাদের একদিন আগে নববর্ষ পালন করে থাকে। সাংস্কৃতিক চুক্তিটি স্বাক্ষরিত হলে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পাবে। এ সময় বাংলা নববর্ষ উদযাপনে মুগ্ধ বাংলাদেশ সফররত থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী রোজপোজানারাত জানান, নববর্ষ পালনে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখে আমি অভিভূত। এতো রংয়ের সমাহার আমাকে আনন্দিত করেছে। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব মাহবুবা মশকুর, এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, থাইল্যান্ডের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিদর্শক সুরিরাত ওংসান, থাইল্যান্ডের সংস্কৃতিমন্ত্রীর একান্ত সচিব প্রারপ লাওভেনিচসহ দু’দেশের প্রতিনিধিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়