Friday, April 10

প্রয়োজনে ১৫টা ব্যাট ভাঙবেন গম্ভীর


ক্রীড়া ডেস্ক, কোনাইঘঢ়াট নিউজ: আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইকে হারানোর দিনে ব্যাট ভেঙেছিলেন গৌতম গম্ভীর। তারপর ক্রিকেট বিশ্ব মেতেছে সেই ব্যাট ভাঙার আলোচনায়। গম্ভীর ভারতের একটি দৈনিক পত্রিকায় বিষয়টি নিয়ে কলমও চালিয়েছেন। সেখানে তিনি বলেছেন, দলকে জেতাতে প্রয়োজনে তিনি ১৫টা ব্যাট ভাঙতেও রাজি। গম্ভীর আরো লেখেন, “বৃহস্পতিবার সন্ধ্যা আটটা এগারো পর্যন্ত দেখছি ‘গৌতম গম্ভীর ব্রোকেন ব্যাট’ বিষয়টা গুগলে এক লাখ সাতাশ হাজার হিট পেয়েছে। সেখানে ‘গৌতম গম্ভীর হাফসেঞ্চুরি ভার্সাস মুম্বাই ইন্ডিয়ান্স’-এর হিট মোটামুটি ৯১,৪০০। সত্যি, আমরা নাটুকে গল্প খুব পছন্দ করি, তাই না? ও দিকে টুইটারও গুনগুন করে যাচ্ছে। রমেশ শ্রীবৎসের টুইটটা বেশ মজার— গৌতম গম্ভীর এখন টুইটারের জন্য একদম রেডি। ও ব্যাট ভেঙেছে, কিন্তু হ্যান্ডলটা ধরে রেখেছে। মজার লোক বলতে হবে। কিন্তু আমার টুইটার হ্যান্ডল ‘গৌতমগম্ভীর’ তো আমি বছরখানেকের উপর ব্যবহার করছি। আমার ফ্র্যাঞ্চাইজির কে যেন একটা বলল, ব্যাট ভাঙা নাকি কাচ ভাঙার মতোই শুভ লক্ষণ। আমি এ সব খুব একটা বিশ্বাস করি না। কিন্তু প্রতিযোগিতামূলক খেলাধুলো অনেক চিন্তাভাবনাই ওলটপালট করে দেয়। শেষ কবে আমার এই অবস্থা হয়েছিল জানেন? শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে, ২০১১ সালে। আমার ব্যাটের নীচের দিকটা ভেঙে গিয়েছিল কিন্তু ভারত জিতেছিল। আমিও ৯৭ রান করেছিলাম। চেন্নাইয়ে বসে থাকা আমার ব্যাট স্পন্সর হয়তো আমাকে মেরে ফেলতে চাইবেন, কিন্তু একটা কথা না বলে পারছি না। এ বারের আইপিএল জেতার জন্য যদি আরও পনেরোটা ব্যাট ভাঙতে হয় তো আমি তাতেও রাজি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়