Friday, April 3

খোকনের পাশে হাজী সেলিম


ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে যার কারণে ছিটকে পড়লেন সেই সাঈদ খোকনের পক্ষেই অবশেষে কাজ করার ঘোষণা দিয়েছেন হাজী মোহাম্মদ সেলিম। আজ শুক্রবার চকবাজার জামে মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন হাজী সেলিম ও সাঈদ খোকন।পরে তাঁরা দুজন আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং হাত মেলান। পরে নবাবপুর রোডে হাজী সেলিমের শ্বশুরবাড়িতে দুপুরের খাবার খান সাঈদ খোকনসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জানা গেছে, ওই মধ্যাহ্নভোজে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ নেতা যোগ দেন। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসায় হাজী সেলিম ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পরামর্শ ও অনুরোধে সাঈদ খোকনের পক্ষে একসঙ্গে কাজ করতে রাজি হন হাজী সেলিম। তবে তিনি সিটি নির্বাচনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে নিজের সাধারণ সম্পাদক পদটির প্রতি আগ্রহের কথা জানান। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তাঁকে ঢাকা মহানগর কমিটির দক্ষিণ অংশের সাধারণ সম্পাদকের পদ দেওয়ার আশ্বাসও দেন বলে জানা গেছে। প্রসঙ্গত, হাজী সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। কিনেছিলেন মনোনয়নপত্রও। ঢাকা দক্ষিণ অংশে ব্যাপক প্রচারেও নেমেছিলেন তিনি। হাজী সেলিমকে মনোনয়ন না দিয়ে সাঈদ খোকনকে আওয়ামী লীগ সমর্থন করায় একপর্যায়ে ভারত চলে গিয়েছিলেন তিনি। পরে তিনি আর মনোনয়নপত্র জমা দেননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়