Saturday, April 25

কানাইঘাটে বিশ্ব ম্যালেরিয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী ইউটিডিসি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সহযোগিতায় কানাইঘাট উপজেলা সীমান্তিক-ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল আহমদের সভাপতিত্বে ও মোঃ আবুল কালামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, উপজেলা ব্র্যাকের সিনিয়র ম্যানেজার কার্তিক বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর কানাইঘাটের প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল হোসেন। সরকারী কর্মকর্তা এনজিও কর্মী জনপ্রতিনিধি ও শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন ম্যালেরিয়া এখন আর কোন মহামারী রোগ নয়। সরকারী হাসপাতাল এবং এনজিও সংস্থা গুলোর মাধ্যমে ম্যালেরিয়া রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য বিনা মূল্যে কফ, রক্ত পরীক্ষা ও ঔষধ দেওয়া হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার হার বেড়ে যাওয়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এখন সহনীয় পর্যায়ে রয়েছে। তারপরেও ম্যালেরিয়া থেকে রক্ষা পেতে মশারী ব্যবহার এবং বাড়ীর আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারপ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়