Saturday, April 25

ভূমিকম্পে ভারতে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: সময়ের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পে ভারতে অন্তত ৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু বিহারেই মারা গেছেন ২৫ জন। শনিবার দুপুরে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে পাশের দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নেপালে উদ্ভূত ভূমিকম্প দেশটির রাজধানী নয়াদিল্লিসহ বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল, কলকাতা, লাখনৌ, রাচি, জয়পুর, গোহাটি, উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। এতে ভারতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শুধু বিহারেই মারা গেছেন ২৫ জন। আহত হয়েছেন আরও ৩৫ জন। বিহারের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া ভূমিকম্পে জলপাইগুড়িতে অন্তত ২০ জন আহত হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে একটি স্কুলের ৪০ শিক্ষার্থী ভূমিকম্পে আহত হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে, ভূমিকম্পে নেপালে ৭৫৮ জন ও বাংলাদেশে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভূমিকম্পের কারণে এভারেস্টে তুষারধস শুরু হয়েছে, যাতে অন্তত আট আরোহীর মৃত্যু হয়েছে। ভারতে শনিবার সকাল ১১টা ৪০ নাগাদ প্রথম ভূকম্পন অনুভূত হয় কলকাতায়। প্রায় ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। দ্বিতীয়বার কম্পন হয় ১২টা ১৮ মিনিটে। পার্কস্ট্রিট, বিবাদী বাগ, সেক্টর ফাইভ সহ কলকাতার সর্বত্র আতঙ্ক তৈরি হয়। ভয়ে কর্মীরা রাস্তায় নেমে পড়েন। রাস্তায় রাস্তায় চোখে পড়ে ভয়ার্ত মুখের জটলা। সাম্প্রতিক অতীতে কলকাতায় এত তীব্র কম্পন অনুভূত হয়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর, পার্কস্ট্রিটে কম্পনের মাত্রা ছিল ৭.৭। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ছাড়াও হাওড়া ও হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া সহ গোটা দক্ষিণবঙ্গেও তীব্র কম্পন অনুভূত হয়। উত্তরপ্রদেশসহ গোটা উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এমনকী সিকিম থেকেও ভূমিকম্পের খবর এসেছে। চারদিক থেকে হতাহতেরও খবর আসছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়