Tuesday, April 21

বছরের শেষে মিলবে `এমএস অফিস ২০১৬'


কানাইঘাট নিউজ ডেস্ক: এ বছরের শেষ নাগাদ অফিস সফটওয়্যারের নতুন সংস্করণ ‘এমএস অফিস ২০১৬’ উন্মুক্ত করবে মাইক্রোসফট। বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের রেডমন্ডে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বিস্তারিত তুলে ধরে মাইক্রোসফট কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানে দীর্ঘ প্রতীক্ষিত টাচ সুবিধার অফিস সফটওয়্যারেরও বিস্তারিত জানিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের অফিস ৩৬৫টিম এক ব্লগ পোস্টে জানিয়েছে, অফিস সফটওয়্যারের পরবর্তী বড় হালনাগাদ এ বছরের শেষ নাগাদ উন্মুক্ত করা হবে। এখন অফিস ২০১৬ সংস্করণটি উন্নয়নের কাজ চলছে। শিগগিরই নতুন এই সফটওয়্যর সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পিসিতে কিবোর্ড ও মাউসের সাহায্যে অফিস ব্যবহারের যে উন্নত অভিজ্ঞতা ব্যবহারকারীরা পেয়ে আসছেন, এবার তাকেও ছাড়িয়ে যাবে নতুন এই সংস্করণটি। এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট অফিসের বড় হালানাগাদ এসেছিল ‘অফিস ২০১৩ ’ সংস্করণ নাম দিয়ে। পরবর্তী সময়ে অফিস ৩৬৫ নামে অফিসের সাম্প্রতিক সংস্করণগুলো সাবক্রিপশন ফির ভিত্তিতে বিক্রি শুরু করে মাইক্রোসফট। পরবর্তী সময়ে অফিস ২০১৬ সংস্করণ নিয়ে বিস্তারিত জানানোর কথা থাকলেও মাইক্রোসফট সম্প্রতি বলেছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে টাচ সুবিধার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট ও আউটলুক থাকবে। এ ছাড়া উইন্ডোজ ১০ নির্ভর স্মার্টফোন ও ট্যাবে বিনা মূল্যে প্রিইনস্টল করা থাকবে। অন্যান্য ডিভাইসের জন্য উইন্ডোজ স্টোর থেকে অফিস অ্যাপ ডাউনলোড করে নেওয়া যাবে। এর আগে, গত বছরের নভেম্বর মাসে মোবাইল ফোনে অফিস সফটওয়্যার বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। বাজার-বিশ্লেষকেরা বলছেন, বিশাল এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মাইক্রোসফট। সেই পরিবর্তনের ছোঁয়া লাগছে মোবাইল ডিভাইসের ক্ষেত্রেও। ২০১৩ সাল থেকেই আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্য অফিস অ্যাপ আনার মাধ্যমে মাইক্রোসফট কর্তৃপক্ষ তাদের মানসিকতায় পরিবর্তন আনতে শুরু করেছিল। গত বছরের মার্চ মাসে আইপ্যাডের জন্য তা উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। কেন মাইক্রোসফট তাদের এই ‘সোনার ডিম পাড়া হাঁস’কে বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দিল? প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি তুমুল জনপ্রিয় হলেও এখন মোবাইল ফোনের যুগ। ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের তুলনায় মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় মাইক্রোসফটকে তাদের মানসিকতা বদলাতে হয়েছে। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবা ধীরে ধীরে উন্নত হতে শুরু করায় মাইক্রোসফটের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া পথ খোলা ছিল না। বিশ্লেষকেরা বলছেন, মোবাইলে বিনা মূল্যে অফিস ব্যবহারের সুযোগ দিয়ে মাইক্রোসফট তাদের পিসি ব্যবহারকারীদেরও আকর্ষণ ধরে রাখতে পারবে এই বাজি ধরে ফেলল। মোবাইলে যাঁরা অফিস ব্যবহার করবেন, তাঁরা মাইক্রোসফটের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাবেন। নতুন নতুন সংস্করণের এই অফিস নয় উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের খরচ ছাড়াই উইন্ডোজ ১০ হালনাগাদ করার সুযোগ দেবে মাইক্রোসফট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়