ঢকা: আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গুলির ঘটনা নিহত করার চেষ্টা হিসেবে দেখা যায়। এটা দুর্ভাগ্যজনক।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।
তিনি বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা। পরে তারই নিরাপত্তা রক্ষীদের নামে মামলা- এটি সত্যি অবিশ্বাস্য ও হাস্যকর বটে।
এ সব বিষয় নির্বাচন কমিশনকে ক্ষতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই তারা এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করবেন।
সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, খালেদা জিয়াকে প্রাণনাশের অপচেষ্টায় আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এজন্য তিনি প্রধানমন্ত্রী এবং কতিপয় মন্ত্রীর উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের সাথে এই হামলার যোগসূত্র আছে বলে দাবি করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ এই হামলায় জড়িত এবং আনিসুল হকের প্রচারে জড়িত- এমন লোকও এই হামলায় জড়িত।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়