ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সাথে বাংলাদেশ সফররত ব্রিগেডিয়ার জেনারেল হাবটামু তেলাহোন আসবেসেতের নেতৃত্বে ইথিওপিয়ার তিন সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও পেশাগত বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ইথিওপিয়ার সামরিক প্রতিনিধি দলটি রবিবার ছয় দিনের সফরে বাংলাদেশ আগমন করেন। প্রতিনিধি দলটি বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আগামী ১০ এপ্রিল দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়